Ajker Patrika

বাজেভাবে হেরে সতীর্থদের ঘাড়ে দোষ চাপালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
ঋষভ পন্তের হাত থেকে এভাবেই গত রাতে ব্যাট ছুটে যায়। ছবি: ক্রিকইনফো
ঋষভ পন্তের হাত থেকে এভাবেই গত রাতে ব্যাট ছুটে যায়। ছবি: ক্রিকইনফো

সময়টা ভালোই যাচ্ছে না ঋষভ পন্তের। নিজের পারফরম্যান্স তো তথৈবচ। দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও খেই হারিয়েছে। ধর্মশালায় গত রাতে তাঁর নেতৃত্বাধীন লক্ষ্ণৌ ৩৭ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় ব্যবধানে হারের পর সতীর্থদের দুষলেন পন্ত।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিং নেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। প্রভসিমরান সিং ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করেছেন। অবশ্য তাঁর ইনিংসটা থেমে যেতে পারত ২১ রানে। পাঞ্জাবের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিড অফে প্রভসিমরানের ক্যাচ ছেড়েছেন নিকোলাস পুরান। বোলার ছিলেন আবেশ। জীবন পেয়ে প্রভসিমরান বেধড়ক পিটিয়েছেন প্রভসিমরান।

৩৭ রানে ম্যাচ হারের পর বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন,‘অবশ্যই রানটা অনেক বেশি হয়ে গেছে। যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়বেন, খেসারত তো দিতেই হবে। মনে হচ্ছিল আমরা বেশি কিছু করতে পারব। তবে শুরুতে ম্যাচের গতিবিধি ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা খেলারই অংশ।’

১১ ম্যাচে ৫ জয় ও ৬ হারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পয়েন্ট এখন ১০। পন্তের দল পয়েন্ট টেবিলে অবস্থান করছে সাত নম্বরে। এখান থেকে শেষ চারে জায়গা করে নেওয়া অনেক কঠিন দলটির জন্য। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৬ ও ১৫। পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স দুই দলেরই পয়েন্ট ১৪। লক্ষ্ণৌর প্লে-অফ খেলার সম্ভাবনা নিয়ে পন্ত বলেন,‘স্বপ্ন এখনো দেখছি। যদি পরের তিন ম্যাচ জিততে পারি, তাহলে আমরা অবশ্যই ভিন্ন কিছু করতে পারব।’

২৩৮ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৪.২ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মিচেল মার্শ শূন্য রানে আউট হয়েছেন। এইডেন মার্করাম ও পুরান করেছেন ১৩ ও ৬ রান। লক্ষ্ণৌর টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট নিয়েছেন পাঞ্জাবের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শেষ পর্যন্ত পন্তের দল ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রানে আটকে যায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্ণৌ অধিনায়ক বলেন, ‘যখন আপনার টপ অর্ডার ভালো করবে, তখন সেটা কাজে দেবে। সব ম্যাচে তাদের থেকে বড় কিছু আশা করা যায় না।’

২০২৫ আইপিএলের আগে মেগানিলাম থেকে পন্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে গেলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে করেছে অধিনায়কও। তবে ১২.৮০ গড় ও ৯৯.৯২ স্ট্রাইকরেটে ১২৮ রান বলে দিচ্ছে, কতটা ধুঁকছেন তিনি। ১০ ইনিংস ব্যাটিং করে একবার ফিফটি পেরিয়েছেন। দুইবার ডাক মেরেছেন। ধর্মশালায় গত রাতে আজমতউল্লাহ ওমরজাইকে কাভারের ওপর দিয়ে পন্ত মারতে গেলে হাত থেকে ব্যাট ছুটে যায়। এজ হওয়া বল ডিপ পয়েন্টে তালুবন্দী করেছেন শশাঙ্ক সিং। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় পন্ত করেন ১৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত