Ajker Patrika

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে লাথাম, সহকারী কোচ সাকলাইন 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ৩৩
পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে লাথাম, সহকারী কোচ সাকলাইন 

দুই মাসের মধ্যেই দায়িত্ব বদলে গেল সাকলাইন মুশতাকের। দায়িত্বের সঙ্গে পাল্টে গেছে দলও। পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব শেষে এখন নিউজিল্যান্ডের সহকারী কোচ। কদিন পর নিজ দেশের বিপক্ষ দলের ডাগআউটে বসতে হবে পাকিস্তানের সাবেক এই স্পিনারকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। 

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, লকি ফার্গুসনের মতো তারকা ক্রিকেটাররা না থাকায় কিউইদের এই দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বেন লিস্টার ও কোল ম্যাককোঞ্চি। এ ছাড়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, চ্যাড বোজের মতো তরুণ ক্রিকেটাররাও আছেন এই দলে। 

পাকিস্তান সফরে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। লাহোরে ১৪ এপ্রিল শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি। এরপর ২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে প্রথম ওয়ানডে। ৩০ এপ্রিল, ৩, ৫ ও ৭ মে হবে বাকি চার ওয়ানডে। সিরিজের শেষ চার ওয়ানডে হবে করাচিতে। 

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: 
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত