Ajker Patrika

লড়াই করতে পারল না পাকিস্তান, বড় ব্যবধানে জিতল শ্রীলঙ্কা 

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ২১
লড়াই করতে পারল না পাকিস্তান, বড় ব্যবধানে জিতল শ্রীলঙ্কা 

গল টেস্টে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা ছিল না বললেই চলে। শেষদিনে গড়ানো টেস্টে ম্যাচের সম্ভাব্য ফল ছিল শ্রীলঙ্কার জয় নয়তো ড্র। শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনায় অবশ্য বেশি ছিল। শেষপর্যন্ত হয়েছেও তাই দিনের প্রায় অর্ধেক খেলা বাকি থাকতেই পাকিস্তানকে অল আউট করে শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে ২৪৬ রানের বড় ব্যবধানে। বাবর আজমের লড়াই শুধু পাকিস্তানের হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে ২ ম্যাচে টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো। 

জয়ের জন্য শ্রীলঙ্কা পাকিস্তানের সামনে ৫০৮ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছিল।যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার বিশ্ব রেকর্ডের চেয়েও ৯০ রান বেশি। এই রান তাড়া করতে নেমে গতকাল ১ উইকেটে ৮৯ রান করে দিন শেষ করে পাকিস্তান।। আগের ম্যাচের পাকিস্তানের জয়ের নায়ক আবদুল্লাহ শফিক দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারেননি।।প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হওয়া শফিক দ্বিতীয় ইনিংস করেছেন ১৬ রান। 

আজ শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল  ৪১৯ রান আর শ্রীলঙ্কার ৯ উইকেট। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে দিনের শুরুতে ইমাম-উল- হককে হারিয়ে ধাক্কা খায় পাকিস্তান।  এরপর মোহাম্মদ রিজওয়ানকে ৭৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে আশা দেখাচ্ছিল। কিন্তু ৩৭করা রিজওয়ান প্রভাত জয়সুরিয়ার বলে বোল্ড হলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কা।

 লাঞ্চ বিরতির আগে ফাওয়াদ আলম ও আগা সালমান ফিরলে পাকিস্তানের শেষ ভরসা হয়ে উইকেট ছিলেন বাবর। কিন্তু লাঞ্চের পর সপ্তম ওভারেই  জয়সুরিয়ার বলে বাবর(৮১) এলবিডব্লুর শিকার হলে পাকিস্তানের সব আশায় শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার জয় মনের হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ পর্যন্ত ২৬১ রানে থেমে যায় পাকিস্তান। শেষ দিকে  ইয়াসির শাহর ২৭ আর  নাসিম শাহ করেন ১৮ রান। ১১৭ রানে ৫ উইকেট নেন জয়সুরিয়া। এ নিয়ে টেস্টে ৬ ইনিংসে ৪ বার পাঁচের বেশি উইকেট পেলেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত