Ajker Patrika

সেমিতে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে কিউইরা 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৪: ৩২
সেমিতে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে কিউইরা 

প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর টানা চার ম্যাচ হেরে এখন শেষ চারে ওঠাই কঠিন হয়ে যায় কিউইদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই কিউইদের। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুর আবহাওয়ার যা অবস্থা, তাতে এই ম্যাচে বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। এমনকি ম্যাচটি বাতিলও হয়ে যেতে পারে। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে দুটি দলই আজ তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের একাদশে ইশ সোধির পরিবর্তে এসেছেন লকি ফার্গুসন। ফার্গুসনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। স্পিন আক্রমণে থাকছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও রাচীন রবীন্দ্র। আর লঙ্কানদের একাদশ থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা। এসেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে। করুণারত্নের সঙ্গে পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার। আর স্পিন আক্রমণে মাহিশ তিকশানার সঙ্গে থাকছেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা।

শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে। একই সঙ্গে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে।

নিউজিল্যান্ডের একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি। 

শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত