অনলাইন ডেস্ক
দুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
ক্রীড়া মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩,৭, ১০ ফেব্রুয়ারি—তিন কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সকলের পাওনা বুঝিয়ে দিতে আজ সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শফিককে হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে তিন দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন শফিক। যদি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে পরশু রাতে লিগ পর্বের শেষ ম্যাচ (ফরচুন বরিশাল-চিটাগং কিংস) চলাকালে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। দুর্বার রাজশাহীর মালিক শফিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গতকালের মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেটা দেখা যায়নি। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, রাজশাহীর মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে মন্ত্রণালয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। এছাড়া বিপিএলের নানারকম অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
পারিশ্রমিক বিতর্কের কারণে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা অনুশীলন বয়কট করেছিলেন বলে জানা গেছে। এমনকি ব্যাগপত্তর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের হোটেল ছাড়ার ঘটনার কথা শোনা গেছে। গত ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। শেষ অংশে এসে রাজশাহীর প্লে-অফ খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে সেটা হয়নি। কারণ, পরশু ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। রাজশাহী ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থেকে শেষ করেছে।
আরও পড়ুন:
দুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
ক্রীড়া মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩,৭, ১০ ফেব্রুয়ারি—তিন কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সকলের পাওনা বুঝিয়ে দিতে আজ সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শফিককে হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে তিন দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন শফিক। যদি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে পরশু রাতে লিগ পর্বের শেষ ম্যাচ (ফরচুন বরিশাল-চিটাগং কিংস) চলাকালে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। দুর্বার রাজশাহীর মালিক শফিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গতকালের মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেটা দেখা যায়নি। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, রাজশাহীর মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে মন্ত্রণালয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। এছাড়া বিপিএলের নানারকম অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
পারিশ্রমিক বিতর্কের কারণে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা অনুশীলন বয়কট করেছিলেন বলে জানা গেছে। এমনকি ব্যাগপত্তর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের হোটেল ছাড়ার ঘটনার কথা শোনা গেছে। গত ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। শেষ অংশে এসে রাজশাহীর প্লে-অফ খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে সেটা হয়নি। কারণ, পরশু ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। রাজশাহী ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থেকে শেষ করেছে।
আরও পড়ুন:
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে