Ajker Patrika

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

ক্রীড়া ডেস্ক    
এক হ্যাটট্রিকে রেকর্ডবই ওলটপালট করে দিয়েছেন যুভবেন্দ্র চাহাল। ছবি: ক্রিকইনফো
এক হ্যাটট্রিকে রেকর্ডবই ওলটপালট করে দিয়েছেন যুভবেন্দ্র চাহাল। ছবি: ক্রিকইনফো

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।

চাহাল হ্যাটট্রিক করার পর সতীর্থরা বাঁধভাঙা উল্লাস করলেও তাঁর (চাহাল) উদযাপনটা একরকম সাদামাটাই ছিল। হাত মুঠো করে স্বাভাবিক উদযাপন করলেন। চাহাল এরপর চিদাম্বরমের ঘাসে হালাকা পিছলে বসে পড়লেন। এই হ্যাটট্রিকে ভারতীয় এই লেগস্পিনার গড়লেন একগাদা রেকর্ড। চলুন তাহলে দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড তিনি গড়েছেন।

  • আইপিএল ক্যারিয়ারে এটি চাহালের দ্বিতীয় হ্যাটট্রিক। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে চাহালের মতো দুটি হ্যাটট্রিকের কীর্তি রয়েছে যুবরাজ সিংয়ের। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ তিনবার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র।
  • আইপিএলে প্রথম বোলার হয়ে একই ওভারে দুইবার ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। এর আগে তিনি ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এক ওভারে নিয়েছিলেন ৪ উইকেট। তখন প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া একই ওভারে ৪ উইকেট নেওয়ার তালিকায় আছেন অমিত মিশ্র ও আন্দ্রে রাসেল। মিশ্র ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এমন কীর্তি গড়েছিলেন। আর রাসেল এমনটা করেছিলেন ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
  • চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম কোনো বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন চাহাল।
  • আইপিএলে সর্বোচ্চ ৯ ম্যাচে ৪ বা বেশি উইকেট শিকারের কীর্তি গড়লেন চাহাল। পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে কীর্তিটা গড়েছেন তিনি। দুইয়ে থাকা সুনীল নারাইন ৮ ম্যাচে ৪ বা বেশি উইকেট শিকারের কীর্তি গড়লেন। সবই তিনি করেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।
যুজবেন্দ্র চাহালকে নিয়ে আরজে মহাবাসের ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
যুজবেন্দ্র চাহালকে নিয়ে আরজে মহাবাসের ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

চাহালের এই কীর্তি গড়ার রাতেই মহাবাস নামে এক নারী রেডিও জকি (আরজে) সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আরজে মহাবাস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা ভর করলেন নাকি তার ওপর। যুজবেন্দ্র চাহাল স্যার আপনি যোদ্ধা।’ আরজে মহাবাসের সঙ্গে চাহালকে এর আগে চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএলে দেখা গেছে বলে শোনা যাচ্ছে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত রাতে নিজের প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি চাহাল। ইনিংসের ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে যান তিনি। ১৯তম ওভারের প্রথম বলটা চাহাল ওয়াইড দিয়ে শুরু করেন। পরের বলেই তাঁকে (চাহাল) লং অন দিয়ে বিশাল ছক্কা মারেন ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই ধোনিকে লংঅফে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে পাঠান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা।

১৯তম ওভারের শেষ তিন বলে চাহাল পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলে হুদা ক্যাচ দেন প্রিয়াংশ আর্যের হাতে। পঞ্চম বলে অনশুল কাম্বোজকে বোল্ড এবং নুর আহমাদকে ফিরিয়ে চাহাল তুলে নেন আইপিএলে রেকর্ড হ্যাটট্রিক। চাহালের রেকর্ডের রাতে আইপিএলে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পাঞ্জাব কিংস। টস হেরে প্রথমে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়েছে। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয়েও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি চাহাল। ৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত