ক্রীড়া ডেস্ক
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে