Ajker Patrika

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার দিয়ে গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

ফলে মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি এবং অপরদিকে কোরপাই পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা যানজট লেগে থাকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট বেড়ে যায়। কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত