Ajker Patrika

মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ মে ২০২৫, ২০: ১৯
ইন্টারের বিপক্ষে চোটে পড়ে মাঠ ছাড়ছেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে। ছবি: এএফপি
ইন্টারের বিপক্ষে চোটে পড়ে মাঠ ছাড়ছেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।

এক বিবৃতিতে বার্সা জানায়, কুন্দে বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে চোট পেয়েছেন। তাঁর সুস্থতার ওপর নির্ভর করছে তিনি কবে মাঠে ফিরতে পারবেন।

সেরে ওঠার দিনক্ষণ নির্দিষ্ট করতে পারেনি বার্সা। তবে ইন্টারের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে কুন্দেকে পাওয়া প্রায় অসম্ভব। এমনকি ১১ মে এল ক্লাসিকোয় তাঁর খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কোপা দেল রেতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। পাঁচ গোলের থ্রিলারে জয়সূচক গোলটি তারা পেয়েছিল কুন্দের পা থেকেই।

গতকাল বুধবার অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারের বিপক্ষে কেবল ৪৩ মিনিট পর্যন্ত খেলতে পারেন কুন্দে। চোটে পড়া এই ডিফেন্ডারের জায়গা পূরণ করেন এরিক গার্সিয়া। আগামী শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গার্সিয়া থাকতে পারেন শুরুর একাদশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত