নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৯ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে