নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
২ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৪০ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে