Ajker Patrika

ভারতের বিপক্ষে টেস্ট দিয়েই সাত মাস পর ফিরছেন ইংলিশ পেসার 

ভারতের বিপক্ষে টেস্ট দিয়েই সাত মাস পর ফিরছেন ইংলিশ পেসার 

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ ওলি রবিনসন খেলেন গত বছরের জুলাইয়ে। ম্যাচটা ছিল হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ভারতের বিপক্ষেই সাত মাসের অপেক্ষা ফুরোচ্ছে ইংলিশ পেসারের।

রাঁচিতে আগামীকাল শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সেই ম্যাচের একদিন আগে আজ একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। গত টেস্টের (রাজকোট টেস্ট) একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। একাদশে এসেছেন রবিনসন ও শোয়েব বশির। বাদ পড়েছেন রেহান আহমেদ ও মার্ক উড।

বশিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৬ রান খরচ করে নেন ৪ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসেই ১৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এটাই তাঁর ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। বশিরের সঙ্গে রাচিতে স্পিন আক্রমণে জুটি বাঁধবেন টম হার্টলি। হার্টলি চলমান টেস্ট সিরিজে নিয়েছেন ১৬ উইকেট। চলমান সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী। বুমরার ১৭ উইকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ।

পেস আক্রমণে রবিনসনের সঙ্গে থাকছেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস খেলবেন মিডল অর্ডারে। মিডল অর্ডারে থাকছেন জনি বেয়ারস্টো ও উইকেটরক্ষক বেন ফোকস। তিন ও চারে খেলতে যাচ্ছেন ওলি পোপ ও জো রুট। ব্যাটিংয়ে ওপেনিংয়ে জুটি বাঁধবেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ডাকেট রাজকোটে তৃতীয় টেস্টে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

রাঁচি টেস্টে ইংল্যান্ডের একাদশ:  জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত