ক্রীড়া ডেস্ক
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৭ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
২ ঘণ্টা আগে