Ajker Patrika

সাকিব কি খেলবেন কানপুরে, কী বললেন হাথুরু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১০
সাকিব কি খেলবেন কানপুরে, কী বললেন হাথুরু

সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার যে শেষ নেই। মাঠের ঘটনার পাশাপাশি অন্যান্য ঘটনায়ও তিনি খবরের শিরোনাম হয়ে যান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টের পর তো তাঁকে বাদ দেওয়ার প্রসঙ্গই উঠেছে। সাকিবকে নিয়ে আজ কানপুরে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে চণ্ডিকা হাথুরুসিংহেকে। 

চেন্নাই টেস্টের মাঝপথেই সাকিবকে নিয়ে শোনা যায় বিস্ফোরক তথ্য। তৃতীয় দিনের খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে আলোচনায় উঠে আসে সাকিবের অস্ত্রোপচারের কথা। বাঁ হাতের আঙুলে ব্যথা অনুভব করছেন বলে তাঁর বোলিংটা ঠিকমতো হচ্ছে না বলে কার্তিকের কথায় বোঝা গেছে। সেই টেস্টে সাকিব ৬-এর বেশি রান খরচ করেছেন ওভারপ্রতি। পাননি কোনো উইকেট। প্রথম টেস্টে ২৮০ রানে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই বাংলাদেশকে পরশু কানপুরে নামতে হবে সিরিজের দ্বিতীয় টেস্টে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা কতটা, সে ব্যাপারে হাথুরু আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ফিজিও এবং অন্যদের কাছ থেকে তেমন কিছু শুনিনি (সাকিবকে নিয়ে চিন্তা)। সে (সাকিব) এখনো জায়গা পাওয়ার যোগ্য (একাদশে)।’

ব্যাটিংয়ে সাকিব তো ধুঁকছেন দীর্ঘদিন ধরেই। ভারসাম্য ধরে রাখার জন্য নানা রকমভাবে ব্যাটিং করতে হচ্ছে তাঁকে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে হেলমেটের ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ব্যাটিংটাও যে ঠিকমতো হচ্ছে না, সেটা বোঝা গেছে সেই টেস্ট চলার সময় আকাশ চোপড়ার এক বিশ্লেষণে। চেন্নাইয়ে দুই ইনিংস মিলে করেছেন ৫৭ রান। ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ সাকিবকে পরবর্তী একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না,  প্রথম টেস্টের পর সংবাদ সম্মেলনে এমন কথা জিজ্ঞেস করা হলে নাজমুল হোসেন শান্ত সেটাকে ‘সাহসী’ প্রশ্ন বলেছিলেন।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সাকিব দ্রুতই ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস করেন হাথুরু। বাংলাদেশ কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি তার (সাকিব) পারফরম্যান্স নিয়ে হতাশ না। দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আরও ভালো পারফর্ম যে সে করতে পারে, এটা তার জানা। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। আমার মতে, দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

চেন্নাই থেকে গতকাল কানপুরে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে পরশু চেন্নাইয়ে বাংলাদেশের টিম হোটেল আইটিসি গ্রেন্ড চোলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। তিনি (হান্নান) জানিয়েছেন, সাকিবকে শুধু ব্যাটার হিসেবে খেলানো হতে পারে। এমনকি প্রয়োজনে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ছাড়া খেলাও হতে পারে বিসিবি নির্বাচক ইঙ্গিত দিয়েছিলেন। হান্নান টি-টোয়েন্টি সিরিজের কথাও উল্লেখ করেছিলেন। ৬,৯ ও ১২ অক্টোবর হবে বাংলাদেশ-ভারত তিনটি টি-টোয়েন্টি। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত