নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল ইসলাম। এবার আরেকটি পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
আজ নিজেদের ওয়েবসাইটে ডিসেম্বর মাসের সেরা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করে আইসিসি। তাইজুলের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন প্যাট কামিন্স ও গ্লেন ফিলিপস। সর্বশেষ মাসে তিন ক্রিকেটারই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্ট সিরিজে ১৫ উইকেট নিয়েছেন তাইজুল। সিলেটে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত ঘূর্ণিতে সেই টেস্টে ১৫০ রানের জয়ও পায় বাংলাদেশ। আর বাকি ৫ উইকেট নিয়েছেন মিরপুরে। যার সৌজন্যে প্রথমবারের মতো মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার।
আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ–নিউজিল্যান্ড টেস্ট সিরিজে নিজের অলরাউন্ড প্রতিভা দেখিয়েছেন ফিলিপস। ১৮১ রানে সিরিজ সর্বোচ্চ রান সংগ্রাহক বোলিংয়ে নেন ৮ উইকেট। মিরপুর টেস্টে লো স্কোরিং ম্যাচে দুই ইনিংসে ৮৭ ও অপরাজিত ৪০ রান করে কিউইদের সিরিজ ড্র করতে সহায়তা করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন উইকেটরক্ষক ব্যাটার।
অন্যদিকে সর্বশেষ বছরটা অবিশ্বাস্য কেটেছে কামিন্সের। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ছন্দটাই ডিসেম্বর মাসেও দেখিয়েছেন অজি পেসার। ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করতে বোলিংয়ে অন্যতম অবদান রেখেছেন তিনি। তবে সিরিজের প্রথম দুই টেস্ট পারফরম্যান্সে মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার। ১৯ উইকেটে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি প্রথম দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছেন। এবারে মাসসেরায় একটা চক্রও যেন পূর্ণ হয়েছে। ব্যাটার, স্পিনার এবং পেসারের মনোনয়ন পাওয়ায়।
মেয়েদের মাসসেরার তালিকায় দুই ভারতীয় জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মার সঙ্গে আছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে। ৪১ বছর বয়সী এই অফ স্পিনার ২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ১৩ উইকেট নেন। দীপ্তি ১৬৫ রানের সঙ্গে ১১ উইকেট নেন। আর রদ্রিগেজ একমাত্র টেস্টে ৮৫ রানের সঙ্গে ডিসেম্বর মাসের দুই ওয়ানডেতে প্রতিপক্ষের বিপক্ষে ৮২ ও ৪৪ রানে ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল ইসলাম। এবার আরেকটি পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
আজ নিজেদের ওয়েবসাইটে ডিসেম্বর মাসের সেরা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করে আইসিসি। তাইজুলের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন প্যাট কামিন্স ও গ্লেন ফিলিপস। সর্বশেষ মাসে তিন ক্রিকেটারই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্ট সিরিজে ১৫ উইকেট নিয়েছেন তাইজুল। সিলেটে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত ঘূর্ণিতে সেই টেস্টে ১৫০ রানের জয়ও পায় বাংলাদেশ। আর বাকি ৫ উইকেট নিয়েছেন মিরপুরে। যার সৌজন্যে প্রথমবারের মতো মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার।
আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ–নিউজিল্যান্ড টেস্ট সিরিজে নিজের অলরাউন্ড প্রতিভা দেখিয়েছেন ফিলিপস। ১৮১ রানে সিরিজ সর্বোচ্চ রান সংগ্রাহক বোলিংয়ে নেন ৮ উইকেট। মিরপুর টেস্টে লো স্কোরিং ম্যাচে দুই ইনিংসে ৮৭ ও অপরাজিত ৪০ রান করে কিউইদের সিরিজ ড্র করতে সহায়তা করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন উইকেটরক্ষক ব্যাটার।
অন্যদিকে সর্বশেষ বছরটা অবিশ্বাস্য কেটেছে কামিন্সের। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ছন্দটাই ডিসেম্বর মাসেও দেখিয়েছেন অজি পেসার। ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করতে বোলিংয়ে অন্যতম অবদান রেখেছেন তিনি। তবে সিরিজের প্রথম দুই টেস্ট পারফরম্যান্সে মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার। ১৯ উইকেটে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি প্রথম দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছেন। এবারে মাসসেরায় একটা চক্রও যেন পূর্ণ হয়েছে। ব্যাটার, স্পিনার এবং পেসারের মনোনয়ন পাওয়ায়।
মেয়েদের মাসসেরার তালিকায় দুই ভারতীয় জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মার সঙ্গে আছেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে। ৪১ বছর বয়সী এই অফ স্পিনার ২০২৪ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ১৩ উইকেট নেন। দীপ্তি ১৬৫ রানের সঙ্গে ১১ উইকেট নেন। আর রদ্রিগেজ একমাত্র টেস্টে ৮৫ রানের সঙ্গে ডিসেম্বর মাসের দুই ওয়ানডেতে প্রতিপক্ষের বিপক্ষে ৮২ ও ৪৪ রানে ইনিংস খেলেন।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে