Ajker Patrika

ডিজিটাল যুগে ‘অ্যানালগ’ পদ্ধতিতে বিশ্বকাপের টিকিট দেবে ভারত

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১: ০১
ডিজিটাল যুগে  ‘অ্যানালগ’ পদ্ধতিতে বিশ্বকাপের টিকিট দেবে ভারত

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে গত মাসেই। বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই ৮০ দিনও। টুর্নামেন্টের টিকিট বিতরণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

ভারতের ১০ স্টেডিয়ামে হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের টিকিট কখন বিক্রি শুরু হবে, তা এখনো জানা যায়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা করা হবে বলে দিল্লিতে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভা শেষে সচিব জয় শাহ জানিয়েছেন। টুর্নামেন্টের টিকিট অনলাইনে বিক্রি করা হবে ঠিকই। তবে মাঠে উপস্থিত থেকে টিকিট সংগ্রহ করতে হবে। যা ভারতে মাঠে বসে খেলা দেখতে হলে টিকিট কাটার নিয়ম। প্রসঙ্গ হিসেবে আহমেদাবাদ, লক্ষ্ণৌ এ দুটো স্টেডিয়ামের নাম উল্লেখ করেছেন জয়। যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। আর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫০ হাজার।

অথচ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ই-টিকিটের ব্যবস্থা। অনলাইনে কাটা টিকিটের বারকোড পেতে সশরীরে উপস্থিত হওয়াটা জরুরিও নয়। তবে ভারতে বিশ্বকাপে সশরীরে টিকিট নিতে হলেও তার জন্য সহজ ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেছেন জয়, ‘আমরা এবার ই-টিকিট দিতে পারছি না কিন্তু সাত থেকে আটটা কেন্দ্রে শারীরিকভাবে উপস্থিত থেকে টিকিট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আহমেদাবাদ, লক্ষ্ণৌর মতো বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ই-টিকিট ম্যানেজ করা খুব কঠিন। দ্বিপক্ষীয় সিরিজে প্রথমে বেশি বেশি ই-টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে।’ 

দুই দিন আগেই গুঞ্জন উঠেছিল ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের সূচি পরিবর্তন হতে পারে। জয়ের মতে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের পাশাপাশি আরও কিছু ম্যাচের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।  বিসিসিআই সচিব বলেন, ‘সূচিতে কয়েকটি ম্যাচের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সূচিতে দুই-তিনটি তারিখ পরিবর্তনের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে কয়েকটি পূর্ণ সদস্যের দেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি দুই-তিন দিনের মধ্যে বিষয়টির পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’  

২০১৯ এর মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হওয়ার কথা ১৯ নভেম্বর। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পর্বে হবে ৪৫ ম্যাচ। এরপর হবে দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত