ক্রীড়া ডেস্ক
বার্বাডোজে পরশু রাতে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামি কঠোর সমালোচনা করেছেন আম্পায়ারিং নিয়ে। সেটার শাস্তি তাঁকে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্যামিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট অভিযোগ এসেছেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন স্যামিকে। আইসিসি আচরণবিধির ২.৭ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা বা কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা বা অনুপযুক্ত মন্তব্য করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
আম্পায়ারিং নিয়ে স্যামির সন্দেহের উদ্রেক করে বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের এলবিডব্লিউর সিদ্ধান্ত, শাই হোপের ক্যাচ—এই দুইটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লিউ দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক দেখা গিয়েছিল। তাতেই বল ব্যাটে লেগেছিল বলে দাবি করেছিলেন চেজ। কিন্তু টিভি আম্পায়ার হোল্ডস্টকের মতে বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল।
হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বিউ ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লাগার পর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নিয়েছিলেন। বল ক্যারির হাতে থাকলেও ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করেছিলেন স্যামি। এমনকি দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে তুমুল সমালোচনা করেছিলেন উইন্ডিজ কোচ।
স্যামি তাঁর দোষ স্বীকার করেছেন ও শাস্তি মাথা পেতে নিয়েছেন। গত ২৪ মাসে ওয়েস্ট ইন্ডিজ কোচ এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন। আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তিন দিনে শেষ হয়ে গেছে। পরশু রাতে শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে সেন্ট জর্জেসে। তৃতীয় টেস্ট ১২ জুলাই শুরু হবে জ্যামাইকায়। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বার্বাডোজে পরশু রাতে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামি কঠোর সমালোচনা করেছেন আম্পায়ারিং নিয়ে। সেটার শাস্তি তাঁকে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্যামিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট অভিযোগ এসেছেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন স্যামিকে। আইসিসি আচরণবিধির ২.৭ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা বা কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা বা অনুপযুক্ত মন্তব্য করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
আম্পায়ারিং নিয়ে স্যামির সন্দেহের উদ্রেক করে বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের এলবিডব্লিউর সিদ্ধান্ত, শাই হোপের ক্যাচ—এই দুইটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লিউ দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক দেখা গিয়েছিল। তাতেই বল ব্যাটে লেগেছিল বলে দাবি করেছিলেন চেজ। কিন্তু টিভি আম্পায়ার হোল্ডস্টকের মতে বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল।
হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বিউ ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লাগার পর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নিয়েছিলেন। বল ক্যারির হাতে থাকলেও ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করেছিলেন স্যামি। এমনকি দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে তুমুল সমালোচনা করেছিলেন উইন্ডিজ কোচ।
স্যামি তাঁর দোষ স্বীকার করেছেন ও শাস্তি মাথা পেতে নিয়েছেন। গত ২৪ মাসে ওয়েস্ট ইন্ডিজ কোচ এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন। আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তিন দিনে শেষ হয়ে গেছে। পরশু রাতে শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে সেন্ট জর্জেসে। তৃতীয় টেস্ট ১২ জুলাই শুরু হবে জ্যামাইকায়। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৭ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৯ ঘণ্টা আগে