Ajker Patrika

র‌্যাঙ্কিংয়ে ফারিয়ার বড় লাফ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২১: ১৯
র‌্যাঙ্কিংয়ে ফারিয়ার বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে হ্যাটট্রিক করেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। টানা তিন বলে অস্ট্রেলিয়া এলিসে পেরি, সোফি মলিনেক্স ও বেথ মুনিকে ফিরিয়ে দিয়েছিলেন। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচটি হেরেছিল বাংলাদেশ; খুইয়েছিল সিরিজ।

অস্ট্রেলিয়ার জয়ে ফারিয়ার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেলেও সেদিনের সেই দুর্দান্ত বোলিংয়ের সুফল বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসার পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। গতকাল মেয়েদের টি-টোয়েন্টির বোলিংয়ের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের বড় লাফ দিয়েছেন তিন। ৪৮ ধাপ উত্তরণে উঠে এসেছেন ৮৭ নম্বরে।

শুধু ফারিয়ারই নয়, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও দুই বোলার রাবেয়া খান ও নাহিদা আক্তারেরও। ৫ ধাপ উত্তরণে ১৬তম অবস্থানে উঠে এসেছেন রাবেয়া। ২ ধাপ উত্তরণে ২৪তম নাহিদা।

মেয়েদের টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত