Ajker Patrika

টানা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৯
টানা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা 

এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। ভারতের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ আজ শ্রীলঙ্কার। কলম্বোর প্রেমাদাসায় লঙ্কানরা খেলবেও ভারতের বিপক্ষে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

শিরোপার লড়াইয়ের ম্যাচে একাদশে ছয় পরিবর্তন এনেছে ভারত। বিরাট কোহলি, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া—বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এই পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল ভারত। এই পাঁচজন তো ফিরেছেনই, সঙ্গে একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। চোটে পড়ায় অক্ষর প্যাটেলের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। 

অন্যদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে শ্রীলঙ্কা তাদের একাদশে এনেছে এক পরিবর্তন। চোটে পড়ে মাহিশ তিকশানার এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তাঁর পরিবর্তে এসেছেন দুশান হেমন্থ। গতবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, মাথিশা পাতিরানা, প্রমোদ মাদুশান

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত