Ajker Patrika

জোড়া সেঞ্চুরি করা শান্তর এবার ৮, চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৪: ৫৭
থিতু হওয়ার পর উইকেট উপহার দিয়েছেন মুমিনুল হক। ছবি: ক্রিকইনফো
থিতু হওয়ার পর উইকেট উপহার দিয়েছেন মুমিনুল হক। ছবি: ক্রিকইনফো

এক ম্যাচ ভালো করলে বাংলাদেশের ক্রিকেটাররা সেই ফর্ম টেনে নিতে পারেন খুব কম সময়ই। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের ব্যাট জ্বলে ওঠে ‘হ্যালির ধূমকেতু’র মতো। গলে দারুণ খেলার পর আজ কলম্বোতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন।

গলের মতো আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে কিছুটা অস্বস্তি নিয়ে। এনামুল হক বিজয় ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি। মুমিনুল হক (৩৯ বলে ২১ রান) থিতু হয়ে উইকেট উপহার দিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ দ্রুত হারিয়েছে শান্ত, সাদমান ইসলামেরও উইকেট। কলম্বোকে সফরকারীরা যখন নিয়মিত উইকেট হারাচ্ছে, সেই সময় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান করেছে বাংলাদেশ।

২৬ ওভারে ২ উইকেটে ৭১ রানে বাংলাদেশ আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছে। মধ্যাহ্নভোজের বিরতির পর দুই ওভারের মধ্যে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। সফরকারী অধিনায়কের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে উইকেট আদায় করে নিয়েছেন বিশ্ব ফার্নান্দো। কখনো বাউন্সার, কখনোবা অফস্টাম্পের বাইরে বোলিং করেছেন বিশ্ব। ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে লঙ্কান পেসারের গুড লেংথের বলে খোঁচা মেরেছেন শান্ত। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস সেই ক্যাচ তালুবন্দী করেছেন। গলে দুই ইনিংসে সেঞ্চুরি করা (১৪৮, ১২৫*) শান্ত আজ কলম্বোতে ৮ রান করে ফিরেছেন।

শান্ত ফেরার ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারায় সাদমানের উইকেট। ২৯তম ওভারের শেষ বলে থারিন্দু রত্নায়েকে কাট করতে চান সাদমান। এজ হওয়া বল প্রথম স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ৯৩ বলে ৭ চারে সাদমান করেছেন ৪৬ রান। শান্ত-সাদমানের উইকেট দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯ ওভারে ৪ উইকেটে ৭৬ রান। ব্যাটিংয়ে এরপর নামেন লিটন দাস। জোড়া উইকেট তুলে নেওয়া শ্রীলঙ্কা একটা ভুলও করেছে। ৩০তম ওভারের প্রথম বলে মুশফিকুর রহিমের বিপক্ষে বিশ্ব এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায়, পায়ে লাগার আগে বল মুশফিকের ব্যাট স্পর্শ করেছে।

বাংলাদেশের স্কোর যখন ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান, তখনই বাতাসে স্টাম্প পড়ে যায়। এমনকি আম্পায়ার যে বৃষ্টির জন্য কাভার আনতে বলেন, সেই বৃষ্টিও তখন শুরু হয়নি। কয়েক মিনিট পর বৃষ্টি নামে। এরপরে আর খেলা হয়নি। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত লিটন ও মুশফিকের স্কোর ৮ ও ৭ রান।

গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় কলম্বো টেস্টটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতলে ২০১৭-এর পর শ্রীলঙ্কাকে এই সংস্করণে হারাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে।

কলম্বোতে সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশ তাদের একাদশে এনেছে দুই পরিবর্তন। জাকের আলী অনিকের পরিবর্তে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে হাসান মাহমুদ চোটের কারণে বাদ পড়েছেন বলে আজ টসের সময় জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসানের জায়গায় এসেছেন ইবাদত হোসেন চৌধুরী। এই ম্যাচ দিয়ে ২৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ইবাদত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত