Ajker Patrika

ঘরের মাটিতে অজিদের হাতে ধবলধোলাই প্রোটিয়ারা

ঘরের মাটিতে অজিদের হাতে ধবলধোলাই প্রোটিয়ারা

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ আগেই বিসর্জন দিয়েছিল। ধবলধোলাই এড়াতে হলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু নিজেদের মাটিতেও সেটি আর করতে পারল না। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল প্রোটিয়ারা। 

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা জিতল ১৩ বল হাতে রেখে। ওপেনার ট্রাভিস হেডের ঝড়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। দলের স্কোরবোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আরেক ওপেনার ম্যাথু শর্টকে হারায় অস্ট্রেলিয়া। তবে সেই চাপ সামলে ৪৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ৯১ রানের ইনিংস খেলেন হেড। উইকেটরক্ষক জশ ইংলিশ করেন ৪২ রান। ৩৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ১৭.১ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন বিয়র্ন ফরচুন ও জেরাল্ড কোয়েটজি। 

এর আগে ডারবানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার রিজা হেন্ড্ররিকসের ৪২, ডেনোভান ফেরেইরার ৪৮ ও অধিনায়ক এইডেন মার্করামের ৪১ রানের সুবাদে ৮ উইকেটে ১৯০ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩১ রানে দিনে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শন অ্যাবট। ২ উইকেট টেন স্টয়নিস। ম্যাচসেরা হয়েছেন হেড আর সিরিজ সেরা মিচেল মার্শ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত