Ajker Patrika

পিতৃভূমিতে ফিরেই সেঞ্চুরির দেখা পেলেন খাজা

পিতৃভূমিতে ফিরেই সেঞ্চুরির দেখা পেলেন খাজা

রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও উসমান খাজা ফিরেছিলেন ৯৭ রান করেন। নিজের পিতৃভূমি করাচি অবশ্য খাজাকে হতাশ করেনি। করাচি টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ১১ তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ওপেনার। 

খাজার অপরাজিত সেঞ্চুরির পাকিস্তানের বিপক্ষে সুবাদে করাচি টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান। অপরাজিত ১২৭ রানের ঝলমলে ইনিংসে খেলা খাজা ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, 'আমার পরিবার আসলে এই করাচি শহরের। খাজা পরিবার যাত্রা এখান থেকেই। আমি ছাড়া পরিবারের বাকিদের জন্মও এখানে। এটা আমার বাড়ি। এখানে আমার অনেক কিছু আছে। তাই এখানে সেঞ্চুরি পাওয়াটা বিশেষ কিছু।’ 

করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সারা দিন ব্যাটিং করে মাত্র ৩ উইকেট হারিয়ে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের যথার্থতাই প্রমাণ করেছেন খাজা-স্মিথরা। 

সকালে নতুন বলে দুই উদ্বোধনী ব্যাটার ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা ব্যাটিং করেন অনেকটা ওয়ানডে মেজাজে। এ দুজন ১৮ ওভারে তোলে ৮২ রান। ফাহিম আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৪৮ বলে ৩৬ রান করেন ডেভিড ওয়ার্নার। এরপর রানের খাতার খোলার আগে রান আউটে কাটা পড়েন মারনাস লাবুশেন। দলীয় ৯১ রানে লাবশেন ফেরার পর তৃতীয় উইকেটে স্মিথকে নিয়ে জুটি বাঁধেন খাজা 

 দুজন মিলে গড়েন ১৫৯ রানের জুটি। দিনের খেলা শেষ হওয়ার সাত বল আগে হাসান আলীর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। আউট হওয়ার আগে ২১৪ বলে করেন ৭২ রান। নাইট ওয়াচম্যান হিসেবে উইকেটে এসে ০ রানে অপরাজিত আছেন নাথান লায়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত