দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন হিথ স্ট্রিক। কিন্তু লড়াইটা এবার জিম্বাবুইয়ান কিংবদন্তির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভর্তি করা হয়েছে।
হিথের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার একজন ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হিথের ক্যানসার চিকিৎসা চলছে। সে এখন শক্ত রয়েছে। মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়েছে, কঠিন রোগের সঙ্গেও একই ভাবে লড়াই চালিয়ে যাবে।’
হিথের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দেশটির বর্তমান ক্রিকেটার শন উইলিয়ামস ক্রিকবাজকে বলেছেন, ‘হিথ কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চতুর্থ পর্যায়ে রয়েছেন। এখন পর্যন্ত যা জানি তা হচ্ছে, হিথকে অতি সত্বর দক্ষিণ আফ্রিকায় তাঁর পরিবারের কাছে নেওয়া হয়েছে। আর কিছু জানি না।’
হিথের সঙ্গে যোগাযোগ ও নিজের ক্যারিয়ার সম্পর্কে উইলিয়ামস আরও বলেছেন, ‘হিথকে বার্তা পাঠিয়েছিলাম এবং সে সাড়াও দিয়েছিল। তবে আমি নিশ্চিত যে, এই পর্যায়ে তার পরিবার এখন গোপনীয়তা রক্ষা করতে চাইবে। সে আমার পরামর্শক এবং আরও অনেকের ভালো করেছে। প্রকৃতপক্ষে সে আমার জীবন ও ক্যারিয়ার বাঁচিয়েছে। তার সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি।’
জিম্বাবুয়ে ক্রিকেটের সফল একজন ক্রিকেটার হচ্ছেন হিথ। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। টেস্টের ২১৬ উইকেটের বিপরীতে ২৩৯ উইকেট নিয়েছেন ওয়ানডেতে। সঙ্গে টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে ২৯৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দুই বছর বোলিং কোচ ছিলেন ৪৯ বছর বয়সী জিম্বাবুইয়ান কিংবদন্তি। আরও অনেক জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগের দলে কোচিং করিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।
দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছেন হিথ স্ট্রিক। কিন্তু লড়াইটা এবার জিম্বাবুইয়ান কিংবদন্তির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভর্তি করা হয়েছে।
হিথের শারীরিক অবস্থার বিষয়ে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার একজন ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হিথের ক্যানসার চিকিৎসা চলছে। সে এখন শক্ত রয়েছে। মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়েছে, কঠিন রোগের সঙ্গেও একই ভাবে লড়াই চালিয়ে যাবে।’
হিথের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দেশটির বর্তমান ক্রিকেটার শন উইলিয়ামস ক্রিকবাজকে বলেছেন, ‘হিথ কোলন ও লিভার ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চতুর্থ পর্যায়ে রয়েছেন। এখন পর্যন্ত যা জানি তা হচ্ছে, হিথকে অতি সত্বর দক্ষিণ আফ্রিকায় তাঁর পরিবারের কাছে নেওয়া হয়েছে। আর কিছু জানি না।’
হিথের সঙ্গে যোগাযোগ ও নিজের ক্যারিয়ার সম্পর্কে উইলিয়ামস আরও বলেছেন, ‘হিথকে বার্তা পাঠিয়েছিলাম এবং সে সাড়াও দিয়েছিল। তবে আমি নিশ্চিত যে, এই পর্যায়ে তার পরিবার এখন গোপনীয়তা রক্ষা করতে চাইবে। সে আমার পরামর্শক এবং আরও অনেকের ভালো করেছে। প্রকৃতপক্ষে সে আমার জীবন ও ক্যারিয়ার বাঁচিয়েছে। তার সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি।’
জিম্বাবুয়ে ক্রিকেটের সফল একজন ক্রিকেটার হচ্ছেন হিথ। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। টেস্টের ২১৬ উইকেটের বিপরীতে ২৩৯ উইকেট নিয়েছেন ওয়ানডেতে। সঙ্গে টেস্টে ১৯৯০ ও ওয়ানডেতে ২৯৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে দুই বছর বোলিং কোচ ছিলেন ৪৯ বছর বয়সী জিম্বাবুইয়ান কিংবদন্তি। আরও অনেক জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগের দলে কোচিং করিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে