Ajker Patrika

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ভেন্যুকে আইসিসির শাস্তি 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৮
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ভেন্যুকে আইসিসির শাস্তি 

কেপটাউনের নিউল্যান্ডসে হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে সমালোচনা শুরু থেকেই। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তির কথাও শোনা যাচ্ছিল। অবশেষে কেপটাউনের পিচ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তি।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ভেন্যু কেপটাউনের নিউল্যান্ডসের পিচকে অসন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন। ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে মূল্যায়নের ভিত্তিতে অসন্তোষজনক রেটিং দেওয়া হয়েছে। ব্রড বলেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাটিং করা কঠিন ছিল। দ্রুত ও বাজে বাউন্স করায় ব্যাটারদের জন্য শট খেলা কঠিন ছিল। কয়েক ব্যাটারের গ্লাভসে বল লেগেছে। উল্টোপাল্টা বাউন্স হওয়ায় বেশি উইকেট পড়েছে।’

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে খেলা হয়েছিল ৬৪২ বল। যা টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ। খেলা শেষ হয়েছে দুই দিনের মধ্যেই। চার ইনিংস মিলে রান হয়েছে ৪৬৪ ও ৩৩ উইকেট পড়েছে। যার মধ্যে প্রথম দিনেই পড়েছে ২৩ উইকেট। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়েছে। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়েছে। যেখানে কোনো রান যোগ না করেই ৬ উইকেট হারিয়েছে ভারত।

নিউল্যান্ডসের পিচ যে ডিমেরিট পয়েন্ট পেল, তা বহাল থাকবে ৫ বছর। ৫ বছরের মধ্যে কোনো ভেন্যু যদি ৬ ডিমেরিট পয়েন্ট পায়, সেই ভেন্যুতে আগামী ১২ মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট হবে না। ১২ ডিমেরিট পয়েন্টে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকবে ২৪ মাস। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কাছে শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে ১৪ দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত