রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।
রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে সেন্ট লুসিয়ায় যেন লু হাওয়া বয়ে গেল অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাটিং সহায়ক উইকেটে এই সিদ্ধান্তের খেসারতই যেন দিয়ে যাচ্ছে তারা।
১১ ওভারেই ভারত তুলেছে ২ উইকেটে ১২৭ রান। এর মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিতেরই ৯২ রান। ১২ তম ওভারে মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে মেরেছেন ৮টি ছক্কা ও ৭টি চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে রোহিতের ছক্কা হলো ১৩৩ টি। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে একজন ব্যাটারের এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ১৩০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
আজিদের বিপক্ষে আজ মাত্র ১৯ বলে ফিফটি করেছেন রোহিত, যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় শীর্ষস্থান জায়গা করে নিয়েছে। পাওয়ার-প্লেতে ভারত তুলেছে ৬০ রান। এর মধ্যে রোহিতের ২১ বলে ৫১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার-প্লেতে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এখন রোহিত। পাওয়ার-প্লেতে তাঁর চেয়ে বেশি রান তুলেছেন নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর ও বাংলাদেশের লিটন দাস।
মাইবুর ২০২৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার-প্লেতে ২১ বলে ৫৭ রান তোলেন। লিটন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৪ বলে করেন ৫৪ রান। তবে বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে ভারতের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত। আজ এই ওপেনার ছক্কা মেরেছেন ৮ টি। ২০০৭ বিশ্বকাপে ভারতের সাবেক হার্ড হিটার যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন ৭টি ছক্কা। এত দিন সেটি ছিল তাদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুরেশ রায়নার (১০১) পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এখন রোহিতের ৯২। অধিনায়ক হিসেবেও ক্রিস গেইলের (৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস তাঁর। ৪১ বলে ৯২ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের পথে ভারত।
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
১৪ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
৪২ মিনিট আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে