Ajker Patrika

হারের শঙ্কা থেকে ম্যাচ বাঁচাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ মে ২০২৫, ১৭: ১৬
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটা হারতে বসেছিল বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে।  ছবি: বিসিবি
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটা হারতে বসেছিল বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। ছবি: বিসিবি

হঠাৎ পা হড়কানো বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়। মুহূর্তের ভুলে জেতা ম্যাচ হেরে যাওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে দলটির। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও বাংলাদেশ ক্রিকেট দল গুরুত্বপূর্ণ সময়ে পা হড়কায় বারবার।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ দেখলেই বোঝা যাবে অনেক কিছু। শেষ দিনে যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল বাংলাদেশ, তাতে ম্যাচটা তারা হারলেও অবাক হওয়ার কিছু হতো না। তবে শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা হারেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম চার দিনের ম্যাচটা ড্র হয়েছে।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্বাগতিকদের নামের পাশে তখন ৩ ওভার। লিডসহ বাংলাদেশের রান ৭০। চতুর্থ দিনের সকালে স্বাগতিকেরা টপাটপ উইকেট হারাতে থাকে। মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে যায় ২১.১ ওভারে ৫ উইকেটে ৪১ রান। দীপু (২), আইচ মোল্লা (১১) ও আরিফুল ইসলাম (১৪) দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। যার মধ্যে দীপুকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার আন্দিল অস্টিন সিমলানে। আর আইচ ও আরিফুলকে ফিরিয়েছেন প্রোটিয়া স্পিনার সেপো ইনোসেন্ট এনতুলি।

৪১ রানে ৫ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন মঈন খান। উইকেটরক্ষক ব্যাটার প্রীতম কুমারের সঙ্গে জুটি বেঁধে বিপদ সামাল দেন মঈন। ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন মঈন ও প্রীতম। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর যখন ৩৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান, তখন পানি পানের বিরতি শুরু হয়। এখানেই ম্যাচ থেমে গেলে ড্র হয়ে যায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ। প্রীতম ও মঈন ২১ ও ১৮ রানে খেলা শেষ করেছেন। দক্ষিণ আফ্রিকার সিমলানে ও এনতুলি নিয়েছেন দুটি করে উইকেট। অপর উইকেট নিয়েছেন তিয়ান মাইকেল ফন ফুরেন।

৬৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাকিবুল হাসান। ছবি: বিসিবি
৬৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাকিবুল হাসান। ছবি: বিসিবি

চট্টগ্রামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক দীপু। প্রথম ইনিংসে স্বাগতিকেরা অলআউট হয়েছে ৩০৮ রানে। ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন আশিকুর রহমান শিবলি। দক্ষিণ আফ্রিকা এরপর তাদের প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৬৪ রানে নিয়েছেন ৭ উইকেট। ৩১.৪ ওভার বোলিং করে ১০ ওভার মেডেন দিয়েছেন। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

আরও পড়ুন:

রাকিবুলের ঘূর্ণিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা, বিপদে বাংলাদেশও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত