Ajker Patrika

‘অপরিণত’ কোহলি কখনোই তরুণদের আদর্শ হতে পারবে না

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১: ০৮
‘অপরিণত’ কোহলি কখনোই তরুণদের আদর্শ হতে পারবে না

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকায় অধরা টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জোরালো করেছিল ভারত। কিন্তু জোহানেসবার্গ ও কেপটাউনে পরের দুই টেস্ট হেরে অপেক্ষাটা আরও দীর্ঘ হয়েছে তাদের। 

তবে সব ছাপিয়ে আলোচনায় ডিআরএস (আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা) বিতর্ক। গতকাল কেপটাউন টেস্টের তৃতীয় দিন ডিন এলগারের এক রিভিউ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে ভারতীয় দল। প্রযুক্তিকে সংশয়বিদ্ধ করে বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা স্টাম্প মাইকে দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলেন তাঁদের অসন্তুষ্টি। 

বিরল এই ঘটনার পর কোহলিদের সমালোচনায় মুখর তাঁদেরই পূর্বসূরিরা। সে তালিকায় আছেন গৌতম গম্ভীরও। সাবেক সতীর্থের আচরণে বেজায় চটেছেন তিনি। বলেছেন, ‘কোহলি খুবই অপরিণত। একজন ভারতীয় অধিনায়কের স্টাম্প মাইকে এ ধরনের প্রতিক্রিয়া খুবই জঘন্য ব্যাপার। সে কখনো তরুণদের আদর্শ হতে পারবে না।’ 

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ২০.৪ ওভারে অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মারাইস এরাসমাস। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সবকিছুই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছিল। তবে ট্র্যাকিংয়ে বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতে দেখা যায়। 

অথচ বল এলগারের পায়ের যেখানে লেগেছে; সেখান থেকে এতটা ওপর দিয়ে কী করে যাওয়া সম্ভব বুঝতে পারছিলেন না আম্পায়াররা। খোদ এরাসমাস বলে ওঠেন, ‘অসম্ভব!’ 

এরপরেই গর্জে ওঠেন অধিনায়ক কোহলি। মেজাজে হারিয়ে স্টাম্প মাইকের কাছে গিয়ে বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভালো খেললে।’ রাহুল আবার বলেন, ‘গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।’ কোহলিকে ফের বলতে শোনা যায়, ‘তোমাদের দল যখন বল বিকৃত করে, তখন তাদের দিকেও ক্যামেরা তাক কর।’ 

অশ্বিন আবার অভিযোগের তির ছোড়েন দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী চ্যানেল সুপারস্পোর্টের দিকে। বলেন, ‘অন্যভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।’ 

তবে ভারতীয় দল সেই আউট নিয়ে প্রতিবাদ করলেও গম্ভীর এমন আচরণ মেনে নিতে পারছেন না। 

একে তো ভারতের রঙিন পোশাকের অধিনায়কত্ব খোয়ানোর পর সাদা পোশাকের নেতৃত্ব টিকিয়ে রাখা নিয়ে সংশয়ে ছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারার পাশাপাশি মেজাজ হারানোয় এবার বুঝি তাঁর টেস্ট অধিনায়কত্বও চলে যায়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত