Ajker Patrika

ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯: ১৬
ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

পূর্ণাঙ্গ সফরে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আফগানদের বিপক্ষে মিরপুর টেস্ট সামনে রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার টেস্ট দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।  

চোটে পড়ে তাসকিন সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। সাকিব আল হাসান চোটে পড়ায় টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।  

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন দিপু-মুশফিক দুজনই। সর্বশেষ মৌসুমে ২০ ম্যাচে ১২৬৫ করছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার দিপু। ১০ ফিফটির সঙ্গে ২ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দারুণ ব্যাটিং করে বিশেষ নজর করেছেন ২০২০ যুব বিশ্বকাপজয়ী দিপু।  গত বছরই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিক হাসানের। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিন বার। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত আনঅফিসিয়াল টেস্ট সিরিজে ছিলেন দিপু ও মুশফিক। 
 
বাংলাদেশ টেস্ট দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত