ঘরের মাঠে আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জিতেছিল আফগানরা। গতকাল তৃতীয় ওয়ানডেতেও জিতে প্রথমবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল আফগানিস্তান।
টানা তিন জয়ে আইসিসি সুপার লিগের দুয়ে উঠে এসেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে পয়েন্ট তালিকার চারে থাকা দলটি এখন এক নম্বরে থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। বাংলাদেশের চেয়ে মাত্র ২০ পয়েন্ট পিছিয়ে আছে হাসমতুল্লাহ শাহিদির দল ৷ বাংলাদেশের চেয়ে তারা অবশ্য ছয় ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ১০ জয়ে রশিদ-নবীদের পয়েন্ট ১০০। আর ১৮ ম্যাচে ১২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২০।
সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সুপার লিগের অংশ। সিরিজে ভালো করে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তামিম ইকবালের দলের সামনে।
পয়েন্ট টেবিলের চারে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও আছে এই সুযোগ। আর তিন নম্বরে আছে ইংল্যান্ড। পয়েন্টের হিসাবে টেবিলের পাঁচে অবস্থান করছে ভারত। আর আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ের অবস্থা শোচনীয়। ১৫ ম্যাচে ৩ জয়ে তারা আছে টেবিলের ১২ নম্বরে।
ঘরের মাঠে আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জিতেছিল আফগানরা। গতকাল তৃতীয় ওয়ানডেতেও জিতে প্রথমবার জিম্বাবুয়েকে ধবলধোলাই করল আফগানিস্তান।
টানা তিন জয়ে আইসিসি সুপার লিগের দুয়ে উঠে এসেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে পয়েন্ট তালিকার চারে থাকা দলটি এখন এক নম্বরে থাকা বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে। বাংলাদেশের চেয়ে মাত্র ২০ পয়েন্ট পিছিয়ে আছে হাসমতুল্লাহ শাহিদির দল ৷ বাংলাদেশের চেয়ে তারা অবশ্য ছয় ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ১০ জয়ে রশিদ-নবীদের পয়েন্ট ১০০। আর ১৮ ম্যাচে ১২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২০।
সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সুপার লিগের অংশ। সিরিজে ভালো করে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তামিম ইকবালের দলের সামনে।
পয়েন্ট টেবিলের চারে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনেও আছে এই সুযোগ। আর তিন নম্বরে আছে ইংল্যান্ড। পয়েন্টের হিসাবে টেবিলের পাঁচে অবস্থান করছে ভারত। আর আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়া জিম্বাবুয়ের অবস্থা শোচনীয়। ১৫ ম্যাচে ৩ জয়ে তারা আছে টেবিলের ১২ নম্বরে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে