Ajker Patrika

সমস্যা সমাধানে ভারত-পাকিস্তানের শর্ত মেনেই নিল আইসিসি

অনলাইন ডেস্ক
আগামী তিন বছর ভারতের মাটিতেও বৈশ্বিক টুর্নামেন্ট খেলবে না পাকিস্তান। ছবি: সংগৃহীত
আগামী তিন বছর ভারতের মাটিতেও বৈশ্বিক টুর্নামেন্ট খেলবে না পাকিস্তান। ছবি: সংগৃহীত

আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।

তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।

তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত