অনলাইন ডেস্ক
আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।
আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২২ মিনিট আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৩৪ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
২ ঘণ্টা আগে