Ajker Patrika

সিটি–টটেনহামের রোমাঞ্চকর জয়, আবারও ইউনাইটেডের হার

সিটি–টটেনহামের রোমাঞ্চকর জয়, আবারও ইউনাইটেডের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের রাতটা যেন প্রত্যাবর্তনের গল্প লেখার রাত। উলভসের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষে ৩–১ গোলের জয় পেয়েছে লিভারপুল। তবে অলরেডদের চেয়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে টটেনহাম। ম্যাচে পিছিয়ে পড়ে ২–১ গোলের জয় পেয়েছে তারা। 

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময় শেষেও ১–০ ব্যবধানে পিছিয়ে ছিল টটেনহাম। তবে যোগ করা সময়ে দুই গোল করে দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর ৭৩ মিনিটে পিছিয়ে পড়ে স্পার্সরা। প্রতিপক্ষের হয়ে গোলটি করেন মিডফিল্ডার গুস্তাভো হামার। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে যখন মৌসুমের প্রথম জয়ের স্বপ্ন দেখছিল শেফিল্ড ঠিক তখনই জয় ছিনিয়ে নেয় টটেনহাম। ঘরের মাঠের সমর্থকদের পরাজয় দেখতে দেননি রিচার্লিসন ও দেজান কুলুসেভস্কি। 

যোগ করা ৮ মিনিটে ইভান পেরিসিচের কর্নার থেকে দলকে হেডে সমতায় ফেরান রিচার্লিসন। এর ২ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সহায়তায় দলকে আনন্দে ভাসান কুলুসেভস্কি। আজ টটেনহাম–শেফিল্ড ম্যাচে রেফারি ১৭ মিনিট অতিরিক্ত সময় দেন। 

লিভারপুল–টটেনহামের মতো প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানচেস্টার সিটিও। ওয়েস্ট হামের সঙ্গে ৩–১ গোলের জয়ে। ১–০ ব্যবধানে ৩৬ মিনিটে পিছিয়ে পরে সিটিজেনরা। ওয়েস্ট হামের হয়ে গোলটি করেন জেমস ওয়ার্ড প্রস। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যানসিটি। ৪৬ মিনিটে দলকে সমতায় ফেরান জেরেমি ডকু। আর ৭৬ ও ৮৬ মিনিটে বেনার্দো সিলভা ও আর্লিং হালান্ড গোল করে দলকে জয়ে এনে দেন। এমনটা অবশ্য ম্যাচে হওয়ার কথা ছিল না। হালান্ড একের পর এক মিস না করলে। তাঁর সঙ্গে অন্যান্য ফরোয়ার্ডরাও গোল মিসে যোগ দেন। 

নগরপ্রতিদ্বন্দ্বী সিটি পিছিয়ে পড়ে জিতলেও সেই সৌভাগ্য হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের মাঠে মৌসুমের তৃতীয় হার দেখেছে তারা। ব্রাইটনের কাছে ৩–১ গোলে হেরে। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ব্রাইটনকে প্রথম লিড এনে দেন ড্যানি ওয়েলব্যাক। ঘরের মাঠে গোল শোধ দেওয়ার বিপরীতে আরও ২ গোল হজম করে রেড ডেভিলসরা। স্বাগতিকদের রক্ষণের ভুলে ৫৩ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন ব্রাইটনের প্যাসকাল গ্রোস। আর ৭১ মিনিটে শেষ গোল করেন জোয়াও পেদ্রো। ব্রাজিলের ফরোয়ার্ডের গোলের ২ মিনিট পর ইউনাইটেডের ব্যবধান কমানো গোলটি করেন হ্যানিবাল মেজব্রি। এতে করে টানা দুই ম্যাচে হারল দেখল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত