ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের রাতটা যেন প্রত্যাবর্তনের গল্প লেখার রাত। উলভসের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষে ৩–১ গোলের জয় পেয়েছে লিভারপুল। তবে অলরেডদের চেয়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে টটেনহাম। ম্যাচে পিছিয়ে পড়ে ২–১ গোলের জয় পেয়েছে তারা।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময় শেষেও ১–০ ব্যবধানে পিছিয়ে ছিল টটেনহাম। তবে যোগ করা সময়ে দুই গোল করে দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর ৭৩ মিনিটে পিছিয়ে পড়ে স্পার্সরা। প্রতিপক্ষের হয়ে গোলটি করেন মিডফিল্ডার গুস্তাভো হামার। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে যখন মৌসুমের প্রথম জয়ের স্বপ্ন দেখছিল শেফিল্ড ঠিক তখনই জয় ছিনিয়ে নেয় টটেনহাম। ঘরের মাঠের সমর্থকদের পরাজয় দেখতে দেননি রিচার্লিসন ও দেজান কুলুসেভস্কি।
যোগ করা ৮ মিনিটে ইভান পেরিসিচের কর্নার থেকে দলকে হেডে সমতায় ফেরান রিচার্লিসন। এর ২ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সহায়তায় দলকে আনন্দে ভাসান কুলুসেভস্কি। আজ টটেনহাম–শেফিল্ড ম্যাচে রেফারি ১৭ মিনিট অতিরিক্ত সময় দেন।
লিভারপুল–টটেনহামের মতো প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানচেস্টার সিটিও। ওয়েস্ট হামের সঙ্গে ৩–১ গোলের জয়ে। ১–০ ব্যবধানে ৩৬ মিনিটে পিছিয়ে পরে সিটিজেনরা। ওয়েস্ট হামের হয়ে গোলটি করেন জেমস ওয়ার্ড প্রস। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যানসিটি। ৪৬ মিনিটে দলকে সমতায় ফেরান জেরেমি ডকু। আর ৭৬ ও ৮৬ মিনিটে বেনার্দো সিলভা ও আর্লিং হালান্ড গোল করে দলকে জয়ে এনে দেন। এমনটা অবশ্য ম্যাচে হওয়ার কথা ছিল না। হালান্ড একের পর এক মিস না করলে। তাঁর সঙ্গে অন্যান্য ফরোয়ার্ডরাও গোল মিসে যোগ দেন।
নগরপ্রতিদ্বন্দ্বী সিটি পিছিয়ে পড়ে জিতলেও সেই সৌভাগ্য হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের মাঠে মৌসুমের তৃতীয় হার দেখেছে তারা। ব্রাইটনের কাছে ৩–১ গোলে হেরে। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ব্রাইটনকে প্রথম লিড এনে দেন ড্যানি ওয়েলব্যাক। ঘরের মাঠে গোল শোধ দেওয়ার বিপরীতে আরও ২ গোল হজম করে রেড ডেভিলসরা। স্বাগতিকদের রক্ষণের ভুলে ৫৩ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন ব্রাইটনের প্যাসকাল গ্রোস। আর ৭১ মিনিটে শেষ গোল করেন জোয়াও পেদ্রো। ব্রাজিলের ফরোয়ার্ডের গোলের ২ মিনিট পর ইউনাইটেডের ব্যবধান কমানো গোলটি করেন হ্যানিবাল মেজব্রি। এতে করে টানা দুই ম্যাচে হারল দেখল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের রাতটা যেন প্রত্যাবর্তনের গল্প লেখার রাত। উলভসের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষে ৩–১ গোলের জয় পেয়েছে লিভারপুল। তবে অলরেডদের চেয়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে টটেনহাম। ম্যাচে পিছিয়ে পড়ে ২–১ গোলের জয় পেয়েছে তারা।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময় শেষেও ১–০ ব্যবধানে পিছিয়ে ছিল টটেনহাম। তবে যোগ করা সময়ে দুই গোল করে দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর ৭৩ মিনিটে পিছিয়ে পড়ে স্পার্সরা। প্রতিপক্ষের হয়ে গোলটি করেন মিডফিল্ডার গুস্তাভো হামার। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে যখন মৌসুমের প্রথম জয়ের স্বপ্ন দেখছিল শেফিল্ড ঠিক তখনই জয় ছিনিয়ে নেয় টটেনহাম। ঘরের মাঠের সমর্থকদের পরাজয় দেখতে দেননি রিচার্লিসন ও দেজান কুলুসেভস্কি।
যোগ করা ৮ মিনিটে ইভান পেরিসিচের কর্নার থেকে দলকে হেডে সমতায় ফেরান রিচার্লিসন। এর ২ মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সহায়তায় দলকে আনন্দে ভাসান কুলুসেভস্কি। আজ টটেনহাম–শেফিল্ড ম্যাচে রেফারি ১৭ মিনিট অতিরিক্ত সময় দেন।
লিভারপুল–টটেনহামের মতো প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানচেস্টার সিটিও। ওয়েস্ট হামের সঙ্গে ৩–১ গোলের জয়ে। ১–০ ব্যবধানে ৩৬ মিনিটে পিছিয়ে পরে সিটিজেনরা। ওয়েস্ট হামের হয়ে গোলটি করেন জেমস ওয়ার্ড প্রস। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যানসিটি। ৪৬ মিনিটে দলকে সমতায় ফেরান জেরেমি ডকু। আর ৭৬ ও ৮৬ মিনিটে বেনার্দো সিলভা ও আর্লিং হালান্ড গোল করে দলকে জয়ে এনে দেন। এমনটা অবশ্য ম্যাচে হওয়ার কথা ছিল না। হালান্ড একের পর এক মিস না করলে। তাঁর সঙ্গে অন্যান্য ফরোয়ার্ডরাও গোল মিসে যোগ দেন।
নগরপ্রতিদ্বন্দ্বী সিটি পিছিয়ে পড়ে জিতলেও সেই সৌভাগ্য হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের মাঠে মৌসুমের তৃতীয় হার দেখেছে তারা। ব্রাইটনের কাছে ৩–১ গোলে হেরে। ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ব্রাইটনকে প্রথম লিড এনে দেন ড্যানি ওয়েলব্যাক। ঘরের মাঠে গোল শোধ দেওয়ার বিপরীতে আরও ২ গোল হজম করে রেড ডেভিলসরা। স্বাগতিকদের রক্ষণের ভুলে ৫৩ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন ব্রাইটনের প্যাসকাল গ্রোস। আর ৭১ মিনিটে শেষ গোল করেন জোয়াও পেদ্রো। ব্রাজিলের ফরোয়ার্ডের গোলের ২ মিনিট পর ইউনাইটেডের ব্যবধান কমানো গোলটি করেন হ্যানিবাল মেজব্রি। এতে করে টানা দুই ম্যাচে হারল দেখল তারা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে