দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের উদ্বোধনী জুটির সমস্যার যেন সমাধান হচ্ছে না। যাকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে, তিনিই ব্যর্থ হচ্ছেন। যেখানে আগামী বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে উদ্বোধনী জুটির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে তলানিতে।
কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের ওপেনারদের জুটির র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫ নম্বরে। শুধুমাত্র নামিবিয়াই রয়েছে বাংলাদেশের নিচে। এ তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান।
চলতি বছর এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ৫০ ছাড়ায়নি। এই সময়ে ৮টি ভিন্ন ভিন্ন জুটি ইনিংসের উদ্বোধন করেছে। সবচেয়ে বেশি চারবার ইনিংসের উদ্বোধন করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। মিরাজ, সাব্বির দুজনেই ‘মেকশিফট’ ওপেনার। চার ম্যাচে মিরাজ-সাব্বির জুটি বেঁধে করেছেন ৮২ রান। গড় ২০.৫০, রানরেট ৬.৬৪ এবং সর্বোচ্চ জুটি ২৭ রানের। আইসিসির ৬ অক্টোবরের হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে মিরাজ আছেন ১৫১ নম্বরে। সাব্বির রয়েছেন ৫৮৯ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির উদ্বোধনী জুটির র্যাঙ্কিং
১/ পাকিস্তান: বাবর আজম (র্যাঙ্কিং-৩) ও মোহাম্মদ রিজওয়ান (র্যাঙ্কিং-১)
২/ ভারত: লোকেশ রাহুল (র্যাঙ্কিং-১৪) ও রোহিত শর্মা (র্যাঙ্কিং-১৬)
৩/ নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে (র্যাঙ্কিং-৭) ও মার্টিন গাপটিল (র্যাঙ্কিং-১০)
৪/ অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (র্যাঙ্কিং-৬) ও ডেভিড ওয়ার্নার (র্যাঙ্কিং-৪৮)
৫/ শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা (র্যাঙ্কিং-৮) ও কুশল মেন্ডিস (র্যাঙ্কিং-৫৬)
৬/ আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (র্যাঙ্কিং-১৮) ও হযরতউল্লাহ জাজাই(র্যাঙ্কিং-২১)
৭/ ইংল্যান্ড: জস বাটলার (র্যাঙ্কিং-২৬) ও অ্যালেক্স হেলস (র্যাঙ্কিং-১৬৬)
৮/ দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (র্যাঙ্কিং-১২) ও টেম্বা বাভুমা(র্যাঙ্কিং-৮৯)
৯/ আয়ারল্যান্ড: পল স্টারলিং (র্যাঙ্কিং- ২৭) ও অ্যান্ডি ব্যালবার্নি (র্যাঙ্কিং-৪৯)
১০/ আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (র্যাঙ্কিং-৯) ও চিরাগ সুরি(র্যাঙ্কিং-৭৭)
১১/ ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং (র্যাঙ্কিং- ১৯) ও কাইল মায়ার্স (র্যাঙ্কিং- ৭৬)
১২/ স্কটল্যান্ড: জর্জ মুনশি (র্যাঙ্কিং- ২৫) ও ক্যালাম ম্যাকলয়েড (র্যাঙ্কিং-৭৮)
১৩/ জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (র্যাঙ্কিং-৯৪) ও রেগিস চাকাভা(র্যাঙ্কিং-১০২)
১৪/ নেদারল্যান্ডস: ম্যাক্স ওদাউদ (র্যাঙ্কিং-৪৭) ও স্টিফেন মাইবার্গ(র্যাঙ্কিং-১৪৯)
১৫/ বাংলাদেশ: মেহেদি হাসান মিরাজ (র্যাঙ্কিং-১৫১) ও সাব্বির রহমান(র্যাঙ্কিং-৫৮৯)
১৬/ নামিবিয়া: ডিভান লা কক (র্যাঙ্কিং-নেই) ও মাইকেল ফন লিনগেন (র্যাঙ্কিং- নেই)
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের উদ্বোধনী জুটির সমস্যার যেন সমাধান হচ্ছে না। যাকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে, তিনিই ব্যর্থ হচ্ছেন। যেখানে আগামী বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে উদ্বোধনী জুটির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে তলানিতে।
কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের ওপেনারদের জুটির র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫ নম্বরে। শুধুমাত্র নামিবিয়াই রয়েছে বাংলাদেশের নিচে। এ তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান।
চলতি বছর এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ৫০ ছাড়ায়নি। এই সময়ে ৮টি ভিন্ন ভিন্ন জুটি ইনিংসের উদ্বোধন করেছে। সবচেয়ে বেশি চারবার ইনিংসের উদ্বোধন করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। মিরাজ, সাব্বির দুজনেই ‘মেকশিফট’ ওপেনার। চার ম্যাচে মিরাজ-সাব্বির জুটি বেঁধে করেছেন ৮২ রান। গড় ২০.৫০, রানরেট ৬.৬৪ এবং সর্বোচ্চ জুটি ২৭ রানের। আইসিসির ৬ অক্টোবরের হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে মিরাজ আছেন ১৫১ নম্বরে। সাব্বির রয়েছেন ৫৮৯ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির উদ্বোধনী জুটির র্যাঙ্কিং
১/ পাকিস্তান: বাবর আজম (র্যাঙ্কিং-৩) ও মোহাম্মদ রিজওয়ান (র্যাঙ্কিং-১)
২/ ভারত: লোকেশ রাহুল (র্যাঙ্কিং-১৪) ও রোহিত শর্মা (র্যাঙ্কিং-১৬)
৩/ নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে (র্যাঙ্কিং-৭) ও মার্টিন গাপটিল (র্যাঙ্কিং-১০)
৪/ অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (র্যাঙ্কিং-৬) ও ডেভিড ওয়ার্নার (র্যাঙ্কিং-৪৮)
৫/ শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা (র্যাঙ্কিং-৮) ও কুশল মেন্ডিস (র্যাঙ্কিং-৫৬)
৬/ আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (র্যাঙ্কিং-১৮) ও হযরতউল্লাহ জাজাই(র্যাঙ্কিং-২১)
৭/ ইংল্যান্ড: জস বাটলার (র্যাঙ্কিং-২৬) ও অ্যালেক্স হেলস (র্যাঙ্কিং-১৬৬)
৮/ দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (র্যাঙ্কিং-১২) ও টেম্বা বাভুমা(র্যাঙ্কিং-৮৯)
৯/ আয়ারল্যান্ড: পল স্টারলিং (র্যাঙ্কিং- ২৭) ও অ্যান্ডি ব্যালবার্নি (র্যাঙ্কিং-৪৯)
১০/ আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (র্যাঙ্কিং-৯) ও চিরাগ সুরি(র্যাঙ্কিং-৭৭)
১১/ ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং (র্যাঙ্কিং- ১৯) ও কাইল মায়ার্স (র্যাঙ্কিং- ৭৬)
১২/ স্কটল্যান্ড: জর্জ মুনশি (র্যাঙ্কিং- ২৫) ও ক্যালাম ম্যাকলয়েড (র্যাঙ্কিং-৭৮)
১৩/ জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন (র্যাঙ্কিং-৯৪) ও রেগিস চাকাভা(র্যাঙ্কিং-১০২)
১৪/ নেদারল্যান্ডস: ম্যাক্স ওদাউদ (র্যাঙ্কিং-৪৭) ও স্টিফেন মাইবার্গ(র্যাঙ্কিং-১৪৯)
১৫/ বাংলাদেশ: মেহেদি হাসান মিরাজ (র্যাঙ্কিং-১৫১) ও সাব্বির রহমান(র্যাঙ্কিং-৫৮৯)
১৬/ নামিবিয়া: ডিভান লা কক (র্যাঙ্কিং-নেই) ও মাইকেল ফন লিনগেন (র্যাঙ্কিং- নেই)
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
২ ঘণ্টা আগেশ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত—দুই বছর ব্যবধানে দুই ভেন্যুতে হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের সংস্করণও এবার বদলে যাচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।
২ ঘণ্টা আগে২০২৩ সালে গুজরাট টাইটান্সের যশ দয়ালকে টানা পাঁচ ছক্কা মেরে জেতানোর পর রিংকু সিং হৈচৈ ফেলে দিয়েছিলেন। তখনই শাহরুখ খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিংকুর বিয়েতে এসে তিনি নাচবেন। এখন প্রশ্ন হলো আদৌ কি এমন কিছু হবে?
৩ ঘণ্টা আগে