Ajker Patrika

এশিয়া কাপের দল ঘোষণার পরও এমন ঝামেলায় ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৭: ১২
এশিয়া কাপের দল ঘোষণার পরও ভারতীয় দল নিয়ে চলছে সমালোচনা। ছবি: এএফপি
এশিয়া কাপের দল ঘোষণার পরও ভারতীয় দল নিয়ে চলছে সমালোচনা। ছবি: এএফপি

শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত—দুই বছর ব্যবধানে দুই ভেন্যুতে হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের সংস্করণও এবার বদলে যাচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে ১৯ আগস্ট। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দলটা বেশ ভারসাম্যপূর্ণ। শুবমান গিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছর পর ফিরেছেন এশিয়া কাপে সহ-অধিনায়ক হয়েই। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ ও ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গেছে, গিলের রক্ত পরীক্ষা করা হয়েছে। ফল বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে। এখন তিনি চন্ডিগড়ে তাঁর বাসায় বিশ্রাম নিচ্ছেন।

এদিকে ২০২৫-২৬ মৌসুমের দুলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ আগস্ট। তিনি নর্থ জোনের অধিনায়ক ছিলেন। কিন্তু ক্রিকবাজের গত রাতের প্রতিবেদন থেকে জানা গেছে, গিল ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যেহেতু এখনো পুরোপুরি তাঁর অসুস্থতা থেকে সেরে ওঠেননি। তেমন গুরুতর অসুস্থ না হলেও তাঁকে এই টুর্নামেন্টে খেলতে দিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কারণ, ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সামনে রেখে ভারতের প্রথম অনুশীলন সেশন হবে ৫ সেপ্টেম্বর। সেই হিসেবে এশিয়া কাপ মিস করার সম্ভাবনা কম ভারতীয় এই তারকা ক্রিকেটারের।

ভারতের এশিয়া কাপের দলে গিল, সূর্যকুমারের সঙ্গে তিলক ভার্মা, অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসনের মতো তারকা ব্যাটাররা আছেন। আছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবের মতো তারকা অলরাউন্ডাররাও। কিন্তু শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায় এটা নিয়ে দল ঘোষণার পর থেকেই চলছে সমালোচনা। কারণ, গত কয়েক বছর ধরে আইপিএলে নিয়মিত রান করে যাচ্ছেন শ্রেয়াস। অধিনায়ক হিসেবেও তিনি দুর্দান্ত। কদিন আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ার বলেন, ‘দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স থেকে পাঞ্জাব কিংস—আইপিএলে নিয়মিত ভালো খেলছে। সেটাও আবার অধিনায়ক হিসেবে। গত বছর তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। পাঞ্জাব কিংস এবার তাঁর নেতৃত্বে ফাইনালে খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে হলে শ্রেয়াসকে আর কী করতে হবে।’

এদিকে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করছেন, শ্রেয়াসকে এশিয়া কাপে না নিয়ে ভারতের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট তাঁর (শ্রেয়াস) প্রতি অন্যায় করেছে। তবে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন, ‘শ্রেয়াসের ব্যাপারে যদি বলি, তাহলে এখানে তারও কোনো দোষ নেই। এমনকি দোষটা আমাদেরও না। আসল ব্যাপার হলো মাত্র ১৫ জন নিয়ে দল দিতে হয়। এখন তাকে অপেক্ষা করতে হবে সুযোগের জন্য।’ আবার রস টেলর, ফারভেজ মারুফদের মতে ভারতের পাইপলাইনে এত ক্রিকেটার যে ফর্মে থাকা শ্রেয়াসেরও এশিয়া কাপে সুযোগ মেলে না।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। এর আগে দুবাইয়ে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর। আবুধাবিতে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশ্বকাপ ফাইনাল হারলেও ছোট ভাইদের নিয়ে গর্বিত মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১: ৪০
মরক্কোর কাছে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টাইন যুবাদের। হারের পর মেসিকে পাশে পেয়েছে তারা। ছবি: এক্স
মরক্কোর কাছে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টাইন যুবাদের। হারের পর মেসিকে পাশে পেয়েছে তারা। ছবি: এক্স

টানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।

ফাইনালে যুবাদের হারের পর ইনস্টাগ্রাম বার্তায় মেসি লিখেছেন, ‘কী দারুণ একটি টুর্নামেন্ট উপহার দিলে তোমরা। তবে হ্যাঁ, আমাদের সবার চাওয়া ছিল তোমরা চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করবে। সেটা না পারলেও তোমাদের সাফল্য আমরা উপভোগ করেছি। তোমরা নীল ও সাদা জার্সির জন্য হৃদয় দিয়ে লড়াই করেছো। এজন্য আমরা সত্যিই তোমাদের নিয়ে গর্বিত।’

চিলির সান্তিয়াগোতে ফেভারিটের তকমা ছিল আর্জেন্টিনার গায়েই। ম্যাচে আধিপত্য বিস্তারেও এগিয়ে ছিল তারা। ৭৬ শতাংশ বল দখলে রেখে মরক্কোর গোলমুখে ২০টি শট নেয় ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। এর একটিও আফ্রিকান দলটির জালের ঠিকানা খুঁজে পায়নি। আর্জেন্টিনার প্রায় সব আক্রমণই থমকে যায় মরক্কানদের জমাট রক্ষণে। মূলত রক্ষণভাগের খেলোয়াড়দের অসামান্য ধৈর্য ও কৌশলের কারণেই শেষ হাসি হেসেছে মরক্কো।

বল দখল এবং আক্রমণে পিছিয়ে থাকলেও সুযোগ পেলেই আর্জেন্টিনাকে চাপে ফেলেছে মরক্কো। ফলও পেয়েছে তারা। ফাইনালে দলটির হয়ে দুটি গোলই করেন ইয়াসির জাবিরি। এই ফরোয়ার্ডের কল্যাণে ১২ মিনিটেই লিড নেয় মরক্কো। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি। ফাইনালে তার জাদুকরী পারফরম্যান্সেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে বয়সভিত্তিক পর্যায়ের শ্রেষ্ঠত্বের মুকুট পরল তারা।

মরক্কোর কাছে হেরে অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার। এর আগে সবশেষ ২০০৭ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দীর্ঘ ১৮ বছর পর প্রতিযোগিতার ফাইনালে পা রেখেছিল দলটি। কিন্তু শিরোপাখরা কাটাতে পারল না মেসির উত্তরসূরীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজ কী আছে বাংলাদেশের ভাগ্যে

ক্রীড়া ডেস্ক    
টানা ৪ ম্যাচ হেরে খাদের কিনারায় জ্যোতিরা। আজ জিততেই হবে তাঁদের। ছবি: সংগৃহীত
টানা ৪ ম্যাচ হেরে খাদের কিনারায় জ্যোতিরা। আজ জিততেই হবে তাঁদের। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। হারলে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ৪ ম্যাচ হেরে যায় দলটি। বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের লড়াই ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

বেলা সাড়ে ৩টা, সরাসরি

টি স্পোর্টস

রাওয়ালপিন্ডি টেস্ট

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

প্রথম দিন

সকাল ১১টা, সরাসরি

টি স্পোর্টস

দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

দুপুর ১২টা ১৫ মিনিট, সরাসরি

সনি টেন ১

ফুটবল

বিএফএল

আরামবাগ-পিডব্লিউডি

বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি

বসুন্ধরা-ফর্টিস

বিকেল সাড়ে ৫টা, সরাসরি

টফি অ্যাপ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আশা বাঁচিয়ে রাখার পরীক্ষা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের পর খেই হারাতে থাকে বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। খাদের কিনারায় থাকা দলটির এখন শেষ দুই ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ বাকি বাংলাদেশের। দুই ম্যাচই জ্যোতি-স্বর্ণা আক্তাররা খেলবেন নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টায় শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন-চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে ছয় দলের। যার মধ্যে ছয়, সাত ও আটে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান ২ পয়েন্ট। বাংলাদেশের নেট রানরেট ০.৬৭৬। বাংলাদেশের নেট রানরেটের এমন দশা হয়েছে মূলত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে। ১০ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছিল হোয়াইট ফার্নসরা। এরপর বিশাখাপট্টনমে ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। জ্যোতিদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া জিতেছিল ১৫১ বল হাতে রেখে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের পরিসংখ্যানও সুখকর না। তিন ওয়ানডের খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আগে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ১ রানের জয়। প্রস্তুতি ম্যাচ হলেও এই জয় বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন ফাহিমা খাতুন। মুম্বাইয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা অনেক ভালো করেছি। সেই ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো করেছিল। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে তাদের কাজটা করতে পারবে। এ ধরনের কন্ডিশনে আমরা এরই মধ্যে মানিয়ে নিয়েছি ও আমাদের তিন-চার ব্যাটার ভালো করেছে।’

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়েও বাংলাদেশ হেরে গিয়েছিল। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বর্ণা আক্তারের বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির (৩৪ বলে) রেকর্ড গড়েছিলেন। তাঁর শেষের ঝড়ে স্কোর বোর্ডে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান তাড়া করে প্রোটিয়ারা ৩ উইকেটে জিতেছিল ৩ বল হাতে রেখে। দুই ম্যাচ হারের ক্ষত এখনো ভুলতেই পারছেন না ফাহিমা, ‘গত কয়েকটা ম্যাচে হারলেও ইতিবাচক দিক ছিল। ব্যাটাররা ভালো করেছিল। দুর্ভাগ্য, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিলাম। তবে ব্যাটাররা এখন ভালো খেলছে। আরও কয়েকজন ব্যাটারের ভালো করতে হবে। আশা করি, আমরা আরও ভালো খেলতে পারি।’ প্রোটিয়াদের বিপক্ষে শেষের দিকে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে বাংলাদেশ হেরেছিল, সেটা নিয়ে হতাশ ফাহিমা।

শ্রীলঙ্কা ২ পয়েন্ট পেলেও দুটি পয়েন্ট তাদের এসেছে বৃষ্টির সৌজন্যে। শ্রীলঙ্কার এখন শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে খেলবে কলম্বোর প্রেমাদাসায়। বাংলাদেশ ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রধান কোচ রুমেশ রত্নায়েকে বলেন, ‘আমরা গত ম্যাচটা যেভাবে খেলেছি তাতে খুশি। বৃষ্টি আমাদের কোনো বাড়তি পয়েন্ট দেয়নি।’

বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ খেলতে পারেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

লঙ্কা ম্যাচের আগে সুখবর দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
কারিয়ারে  প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। ছবি: ক্রিকইনফো
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। ছবি: ক্রিকইনফো

কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।

বিশাখাপত্তনমে ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পরিবর্তে একাদশে এসেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও নিশিতা আক্তার নিশি। কারণ, মারুফা ও নাহিদা চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি দেখে খেলানো হয়নি সেদিন টসের সময় জানিয়েছিলেন জ্যোতি। নাহিদা-মারুফা ছাড়া সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। আগামীকাল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জ্যোতির দল খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের আগে মারুফা পুরোপুরি সেরে উঠেছেন বলে নিশ্চিত করেছেন ফাহিমা খাতুন। সংবাদ সম্মেলনে আজ ফাহিমা বলেন, ‘প্রথমত মারুফা পুরোপুরি সেরে উঠেছে। সে গত দুই দিন ধরে কঠোর পরিশ্রম করেছে। আগামীকালের ম্যাচে তাকে পাওয়া যাবে।’

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে নাহিদা-মারুফা নিয়েছেন পাঁচটি করে উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাঁরা। গতকাল তাঁদের (নাহিদা-মারুফা) অনুপস্থিতিতে বাংলাদেশ হেরেছে ১০ উইকেটে। ১৯৯ রান তাড়া করতে নেমে ২৪.৫ ওভারে বিনা উইকেটে ২০২ রান করে ফেলে অজিরা। আগামীকাল যদি মারুফা ফেরেন, সেটা বাংলাদেশের জন্য স্বস্তির এক কারণ হবে।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে এখন ম্যাচ বাকি বাংলাদেশের। দুই ম্যাচই জ্যোতি-স্বর্ণা আক্তাররা খেলবেন নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আগামীকাল বেলা সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তিন-চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে ছয় দলের। যার মধ্যে ছয়, সাত ও আটে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রত্যেকেরই ২ পয়েন্ট। জ্যোতির দলের নেট রানরেট -০.৬৭৬ এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রানরেট -১.৫৬৪ ও -১.৮৮৭। প্রত্যেকেই খেলেছে পাঁচটি করে ম্যাচ। এদিকে গতকাল ইন্দোরে ম্যাচ শুরুর আগে ৭ ও ৪ পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে অবস্থান ছিল ইংল্যান্ড ও ভারতের। দুই দলের জন্যই এটা পঞ্চম ম্যাচ। আর পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে।

ফাহিমা খাতুনও নিজেদের শেষ দুই ম্যাচকে ‘পাখির চোখ’ করেছেন। শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী এই লেগস্পিনার বলেন, ‘টুর্নামেন্টটা আমরা ভালোভাবে শুরু করেছি। প্রত্যেক দলের বিপক্ষেই ভালো খেলেছি। মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করব এবং শেষ দুই ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েন্ট নেওয়ার চেষ্টা করব।’

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাণপণে লড়েও বাংলাদেশ হেরে গিয়েছিল। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বর্ণা আক্তারের বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির (৩৪ বলে) রেকর্ড গড়েছিলেন। তাঁর শেষের ঝড়ে স্কোরবোর্ডে সেদিন ২৩২ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান তাড়া করে প্রোটিয়ারা ৩ উইকেটে জিতেছিল ৩ বল হাতে রেখে। সেই দুই ম্যাচ হারের ক্ষত এখনো ভুলতেই পারছেন না ফাহিমা, ‘আমার মতে শেষ কয়েকটা ম্যাচে হারলেও ইতিবাচক দিক ছিল। ব্যাটাররা ভালো করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গিয়েছিলাম। তবে ব্যাটাররা এখন ভালো খেলছে। আরও কয়েকজন ব্যাটারের ভালো করতে হবে। আশা করি, আমরা আরও ভালো খেলতে পারি।’ এমনকি প্রোটিয়াদের বিপক্ষে শেষের দিকে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে বাংলাদেশ হেরেছিল, সেটা নিয়ে হতাশা প্রকাশ করেন ফাহিমা।

কলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ১১৩ বল হাতে রেখে। কিন্তু পরবর্তীতে টানা চার ম্যাচ হেরে বেকায়দায় পড়ে যায় দলটি। নিজেদের শেষ ম্যাচ ২৬ অক্টোবর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।

আরও পড়ুন:

কাঁদতে কাঁদতে আইসিসিকে জীবনের দুঃখের গল্প শোনালেন মারুফা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত