Ajker Patrika

আইপিএল খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ কারানের

আইপিএল খেলতে গিয়ে বিশ্বকাপ শেষ কারানের

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন স্যাম কারান। আইপিএলে গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে এই ইংলিশ অলরাউন্ডারের। 

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, এ মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না কারানের। কারানের জায়গায় ডাক পেয়েছেন তাঁরই বড় ভাই টম কারান। আগে থেকেই অবশ্য রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন টম। টমের ফাঁকা জায়গায় রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার রিস টপলিকে। 

শনিবার রাজস্থানের বিপক্ষে ম্যাচের পর কোমরের ওপরের অংশে ব্যথা অনুভূত হয় কারানের। এরপরই স্ক্যান করানো হয়। সেখানে চোট ধরা পড়া তাঁর। এই ঘটনার পর নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ইসিবি। ফলে আইপিএলেও আর খেলা হচ্ছে না কারানের। আগামী কয়েক দিনের মধ্যে চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছাড়বেন তিনি। 

কারানের চোট বড় এক ধাক্কা হয়েই এসেছে ইংল্যান্ডের জন্য। মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ায় আগে থেকেই দলে নেই আরেক অলরাউন্ডার বেন স্টোকস। চোটে পড়ে স্টোকসের মতো ইংলিশদের ২০১৯ বিশ্বকাপ জয়ের আরেক নায়ক পেসার জফরা আর্চারেরও খেলা হচ্ছে না। এবার ছিটকে গেলেন কারানও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত