Ajker Patrika

আইপিএলে বিরল রেকর্ড টেন্ডুলকার ও তাঁর পুত্রের

আইপিএলে বিরল রেকর্ড টেন্ডুলকার ও তাঁর পুত্রের

অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে ইনিংস শুরু করেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। ভাইয়ের খেলা মাঠে বসেই দেখছেন বোন সারা টেন্ডুলকারও। 

মাঠে নামার আগে অর্জুনকে ক্যাপ পরিয়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এই ক্যাপ পরেছিলেন তাঁর বাবাও। আইপিএলের প্রথম মৌসুম থেকে মোট পাঁচ বছর অর্থাৎ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলেছেন শচীন। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও খেলছেন একই ফ্র্যাঞ্জাইজিতে। 

মাঠে নেমেই এক বিরল রেকর্ড গড়েছেন অর্জুন। আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্র শচীন ও অর্জুন। দুজনই একই ফ্র্যাঞ্জাইজিতে। অবশ্য মুম্বাই শচীনপুত্রকে কিনেছিল ২০২১ সালে, ২০ লাখ রুপিতে। কিন্তু সেবার সুযোগ হয়নি মাঠে নামার। পরের মৌসুমে আরও ১০ লাখ রুপি বাড়িয়ে তাঁকে রেখে দেয় মুম্বাই। এবারও নিলামে মুম্বাই ইন্ডিয়ানস অর্জুনকে কিনেছে ৩০ লাখ রুপিতে। তবে শুরুতে কেউ তাঁকে কেউ কিনতে না চাইলেও শেষদিকে মুম্বাই তাঁকে দলে নেয়। 

মুম্বাই ও গোয়ার হয়ে অর্জুন সমান ৭টি করে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মূলত বোলার হলেও ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে পারেন তিনি। বাবার মতো তিনিও রঞ্জিতে অভিষেকেই গোয়ার হয়ে সেঞ্চুরি করেছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রথম ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য অর্জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত