Ajker Patrika

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের ‘জুজু’ কাটাল ভারত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের ‘জুজু’ কাটাল ভারত

পাঞ্জাবের মোহালির আইএস বিন্দ্র স্টেডিয়াম ভারতের কাছে একটু ‘অচেনা’ই বটে। বিশেষ করে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া আর সংস্করণ যেন ওয়ানডে, তখন ভারতের কাছে জয় তো ‘সোনার হরিণ।’ অবশেষে আজ ২৭ বছরের ‘মোহালি জুজু’ কাটাল ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে  ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

২৭৭ এর লক্ষ্যে আজ ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার শুবমান গিল ও রুতুরাজ গায়কোয়াড সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। আন্তর্জাতিক ক্রিকেটের দুর্দান্ত ছন্দ এ বছর ভালোভাবেই ধরে রেখেছেন গিল। ফিফটি পেয়েছেন দুজনই। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি আজই করেছেন গায়কোয়াড। আর গিল পেয়েছেন নবম ওয়ানডে ফিফটি। উদ্বোধনী জুটিতে ১৩০ বলে ১৪২ রান যোগ করেছেন এই দুই ব্যাটার। ২২তম ওভারের চতুর্থ বলে গায়কোয়াডকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৭৭ বলে ১০ চারে ৭১ রান করেছেন গায়কোয়াড।

উদ্বোধনী জুটি ভাঙার পর সাময়িক মড়ক লাগে ভারতের ইনিংসে। চার ওভারের মধ্যে ৯ রান যোগ করতে হারিয়ে বসে আরও দুই উইকেট। ২৪তম ওভারের চতুর্থ বলে জাম্পার বলে সিঙ্গেল নেওয়া নিয়ে দ্বিধায় ভুগছিলেন শ্রেয়াস আয়ার। গিলের থেকে সাড়া না পেয়ে স্ট্রাইক প্রান্তে ফিরতে গিয়ে রান আউট হয়েছেন আয়ার। এক ওভার বিরতি দিয়ে বোলিংয়ে এসে ভারতকে ধাক্কা দিয়েছেন জাম্পা। ২৬তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার বোল্ড করেন গিলকে। ৬৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৪ রান করে আউট হয়েছেন ভারতীয় এই ওপেনার। ২৫.৩ ওভারে ৩ উইকেটে ১৫১ রান করার পর উইকেটে আসেন ইশান কিষাণ। ব্যাটিংয়ে এসে প্রথম বলেই চার মারেন কিষাণ। অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে পাল্টা আক্রমণে যান কিষাণ। তাতে জাম্পারও ‘অবদান’ রয়েছে। কিষাণ, রাহুল দুজনকেই কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার। চতুর্থ উইকেটে ৪২ বলে ৩৪ রানের জুটি গড়েন কিষাণ-রাহুল। কিষাণকে কট বিহাইন্ড করে জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

৪ উইকেটে ১৮৫ রান করা ভারত জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। পঞ্চম উইকেটে ৮৫ বলে ৮০ রানের জুটি গড়েন রাহুল-সূর্যকুমার যাদব। দুজনেই ফিফটি করেছেন। সূর্যকুমার ৫০ রান করে আউট হলেও খেলা শেষ করে আসেন রাহুল। ৪৯তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে শন অ্যাবটকে চার ও ছক্কা মেরে খেলা শেষ করে আসেন রাহুল। ৬৩ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অষ্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে অজিরা করে ২৭৬ রান। সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ৫১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শামি।

 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত