আজ পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। একে অপরের সঙ্গে পবিত্র দিনের আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
সামাজিক মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ঈদের দিনের প্রকৃত সারমর্মকে তুলে ধরার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থ এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সবার মঙ্গল কামনা করে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার পবিত্র কল্যাণ আপনাদের সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগের শক্তি দিক।’
বাংলাদেশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আর বাংলাদেশ পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছায় লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক!’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিতে বাংলাদেশকে ঈদের আনন্দ ‘সেমিফাইনাল’ উপহার দেওয়ার কথা ম্যাচের আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রাকিব হোসেন-জামাল ভূঁইয়ারা নিজেদের দেওয়া কথা রেখেছেন। ম্যাচ জয়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। তিনি লিখেছেন, ‘আমরা ৩-১ গোলের জয়ে এখন সেমিফাইনালে। ঈদ মোবারক সবাইকে।’
শুধু দেশের ক্রিকেটার-ফুটবলাররাই নন, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো ডি পলের ছবি দিয়ে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগির কথা জানিয়েছে ফেডারেশন। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থিত প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ঈদ মোবারক। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগি করে মুহূর্তগুলো স্মরণীয় হোক।’
আজ পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। একে অপরের সঙ্গে পবিত্র দিনের আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
সামাজিক মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ঈদের দিনের প্রকৃত সারমর্মকে তুলে ধরার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থ এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সবার মঙ্গল কামনা করে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার পবিত্র কল্যাণ আপনাদের সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগের শক্তি দিক।’
বাংলাদেশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আর বাংলাদেশ পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছায় লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক!’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিতে বাংলাদেশকে ঈদের আনন্দ ‘সেমিফাইনাল’ উপহার দেওয়ার কথা ম্যাচের আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রাকিব হোসেন-জামাল ভূঁইয়ারা নিজেদের দেওয়া কথা রেখেছেন। ম্যাচ জয়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। তিনি লিখেছেন, ‘আমরা ৩-১ গোলের জয়ে এখন সেমিফাইনালে। ঈদ মোবারক সবাইকে।’
শুধু দেশের ক্রিকেটার-ফুটবলাররাই নন, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো ডি পলের ছবি দিয়ে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগির কথা জানিয়েছে ফেডারেশন। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থিত প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ঈদ মোবারক। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগি করে মুহূর্তগুলো স্মরণীয় হোক।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে