ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সেঞ্চুরিকে একসময় ডালভাত বানিয়ে ফেলা কোহলি শেষ ৫০ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। ইংল্যান্ড সফরে এসেও যেন রান করা ভুলে গেছেন ভারত অধিনায়ক! রানে ফিরতে কোহলিকে তাই শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কাল হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে জিমি অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই সিরিজে এখন পর্যন্ত চারবার আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসন-ওলি রবিনসন-স্যাম কারানদের অফ স্টাম্পের বাইরের বলে বারবার আত্মাহুতি দিচ্ছেন ভারত অধিনায়ক। ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে দুঃস্বপ্নের সেই সফরেও অফ স্টাম্পের বাইরের বলে কোহলির একই সমস্যা ধরা পড়েছিল।
সেই সফরের পর টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠে ব্যাট হাতে রানের ফুলঝুরিও ছুটিয়েছিলেন তিনি। কোহলির পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে গাভাস্কারকে। কাল ধারাভাষ্যকক্ষে বসে কোহলির আউট নিয়ে নিজের চিন্তার কথা জানান গাভাস্কার।
এ জন্য কোহলিকে আবার টেন্ডুলকারের শরণাপন্ন হতেও পরামর্শ দেন গাভাস্কার। সিডনিতে ২০০৪ টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। ২৪১ রানের ইনিংসের পথে নিজের সবচেয়ে প্রিয় কাভার ড্রাইভ বিসর্জন দিয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কার বলেছেন, ‘তার (কোহলি) খুব তাড়াতাড়ি টেন্ডুলকারের সঙ্গে কথা বলা উচিত। জিজ্ঞেস করবে, আমার কী করা উচিত’?
গাভাস্কারের মতে, ‘এই মুহূর্তে কোহলির সেটাই করা উচিত, সিডনিতে শচীন যা করেছে। নিজেকে বলা উচিত যে, আমি কাভার ড্রাইভ খেলব না।’
ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সেঞ্চুরিকে একসময় ডালভাত বানিয়ে ফেলা কোহলি শেষ ৫০ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। ইংল্যান্ড সফরে এসেও যেন রান করা ভুলে গেছেন ভারত অধিনায়ক! রানে ফিরতে কোহলিকে তাই শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কাল হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে জিমি অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই সিরিজে এখন পর্যন্ত চারবার আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসন-ওলি রবিনসন-স্যাম কারানদের অফ স্টাম্পের বাইরের বলে বারবার আত্মাহুতি দিচ্ছেন ভারত অধিনায়ক। ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে দুঃস্বপ্নের সেই সফরেও অফ স্টাম্পের বাইরের বলে কোহলির একই সমস্যা ধরা পড়েছিল।
সেই সফরের পর টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠে ব্যাট হাতে রানের ফুলঝুরিও ছুটিয়েছিলেন তিনি। কোহলির পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে গাভাস্কারকে। কাল ধারাভাষ্যকক্ষে বসে কোহলির আউট নিয়ে নিজের চিন্তার কথা জানান গাভাস্কার।
এ জন্য কোহলিকে আবার টেন্ডুলকারের শরণাপন্ন হতেও পরামর্শ দেন গাভাস্কার। সিডনিতে ২০০৪ টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। ২৪১ রানের ইনিংসের পথে নিজের সবচেয়ে প্রিয় কাভার ড্রাইভ বিসর্জন দিয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কার বলেছেন, ‘তার (কোহলি) খুব তাড়াতাড়ি টেন্ডুলকারের সঙ্গে কথা বলা উচিত। জিজ্ঞেস করবে, আমার কী করা উচিত’?
গাভাস্কারের মতে, ‘এই মুহূর্তে কোহলির সেটাই করা উচিত, সিডনিতে শচীন যা করেছে। নিজেকে বলা উচিত যে, আমি কাভার ড্রাইভ খেলব না।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে