Ajker Patrika

কোহলিকে শচীনের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন গাভাস্কার

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১২: ০৪
কোহলিকে শচীনের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন গাভাস্কার

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সেঞ্চুরিকে একসময় ডালভাত বানিয়ে ফেলা কোহলি শেষ ৫০ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। ইংল্যান্ড সফরে এসেও যেন রান করা ভুলে গেছেন ভারত অধিনায়ক! রানে ফিরতে কোহলিকে তাই শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। 

কাল হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে জিমি অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই সিরিজে এখন পর্যন্ত চারবার আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসন-ওলি রবিনসন-স্যাম কারানদের অফ স্টাম্পের বাইরের বলে বারবার আত্মাহুতি দিচ্ছেন ভারত অধিনায়ক। ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে দুঃস্বপ্নের সেই সফরেও অফ স্টাম্পের বাইরের বলে কোহলির একই সমস্যা ধরা পড়েছিল। 

সেই সফরের পর টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠে ব্যাট হাতে রানের ফুলঝুরিও ছুটিয়েছিলেন তিনি। কোহলির পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে গাভাস্কারকে। কাল ধারাভাষ্যকক্ষে বসে কোহলির আউট নিয়ে নিজের চিন্তার কথা জানান গাভাস্কার। 

এ জন্য কোহলিকে আবার টেন্ডুলকারের শরণাপন্ন হতেও পরামর্শ দেন গাভাস্কার। সিডনিতে ২০০৪ টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। ২৪১ রানের ইনিংসের পথে নিজের সবচেয়ে প্রিয় কাভার ড্রাইভ বিসর্জন দিয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কার বলেছেন, ‘তার (কোহলি) খুব তাড়াতাড়ি টেন্ডুলকারের সঙ্গে কথা বলা উচিত। জিজ্ঞেস করবে, আমার কী করা উচিত’? 

গাভাস্কারের মতে, ‘এই মুহূর্তে কোহলির সেটাই করা উচিত, সিডনিতে শচীন যা করেছে। নিজেকে বলা উচিত যে, আমি কাভার ড্রাইভ খেলব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত