নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাপারে আগেই অনিশ্চয়তা ছিল। চোটে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হয়তো নেতৃত্ব দিতেন সহকারী অধিনায়ক লিটন দাস। তবে বিসিবি এক মাসের ছুটি দেওয়ায় টেস্ট সিরিজে থাকছেন না এই উইকেটরক্ষক ব্যাটার।
ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছে বিসিবি। আজ মিরপুরে সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, সাকিবকে না পাওয়া গেলে সহকারী অধিনায়ক লিটন দলের নেতৃত্ব দেবেন। তবে সদ্যজাত কন্যাসন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি চেয়েছেন তিনি। জালাল ইউনুস বলেছেন, ‘লিটন এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্ট খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’
বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে তাঁর ছিল অনীহা। ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। যার ফলে ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। যদিও তাঁকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু বিশ্বকাপের জন্য।
নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর আগামী ডিসেম্বর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব নেতৃত্ব দেবেন কি না, এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২৮ নভেম্বরের পর জানা যাবে।’
দুই টেস্টের সিরিজের জন্য আজ বাংলাদেশের দল ঘোষণার গুঞ্জনও রয়েছে। আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের টেস্ট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাপারে আগেই অনিশ্চয়তা ছিল। চোটে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হয়তো নেতৃত্ব দিতেন সহকারী অধিনায়ক লিটন দাস। তবে বিসিবি এক মাসের ছুটি দেওয়ায় টেস্ট সিরিজে থাকছেন না এই উইকেটরক্ষক ব্যাটার।
ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেছে বিসিবি। আজ মিরপুরে সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছিলেন, সাকিবকে না পাওয়া গেলে সহকারী অধিনায়ক লিটন দলের নেতৃত্ব দেবেন। তবে সদ্যজাত কন্যাসন্তান ও স্ত্রীর পাশে থাকতে এক মাসের ছুটি চেয়েছেন তিনি। জালাল ইউনুস বলেছেন, ‘লিটন এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্ট খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’
বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে তাঁর ছিল অনীহা। ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। যার ফলে ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। যদিও তাঁকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু বিশ্বকাপের জন্য।
নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর আগামী ডিসেম্বর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব নেতৃত্ব দেবেন কি না, এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২৮ নভেম্বরের পর জানা যাবে।’
দুই টেস্টের সিরিজের জন্য আজ বাংলাদেশের দল ঘোষণার গুঞ্জনও রয়েছে। আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের টেস্ট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৪৩ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে