Ajker Patrika

নারী প্রিমিয়ার লিগে চালু হয়েছে যে নতুন আইন 

নারী প্রিমিয়ার লিগে চালু হয়েছে যে নতুন আইন 

ওয়াইড, নো বল ইস্যুতে আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের বিতর্ক বেশ পরিচিত দৃশ্য। অসন্তোষ প্রকাশ করায় ক্রিকেটাররা শাস্তি পেয়েছেন অনেকবার। নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএলের) প্রথম মৌসুমে সেই সমস্যার সমাধান এসেছে।

ডব্লুপিএলের প্রথম মৌসুমে ‘ওয়াইড’ ও ‘নো বল’ ইস্যুতে চালু হয়েছে রিভিউ নেওয়ার ব্যবস্থা। ওয়াইড এবং নো বল নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে পারবেন ক্রিকেটাররা। ডব্লিউপিএলের প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ক্রিকইনফো জানিয়েছে, ‘আউট হয়েছে কি হয়নি, এই ব্যাপারে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন ক্রিকেটাররা। এবার অন–ফিল্ড আম্পায়ারের ওয়াইড অথবা নো বলের সিদ্ধান্ত নিয়েও রিভিউ করতে পারবেন খেলোয়াড়েরা।’

ওয়াইড, নো বলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে অবশ্য বেশি রিভিউ পাবে না দলগুলো। আগের মতোই দলগুলো ইনিংস প্রতি দুটি করে রিভিউর সুযোগ পাবে। এর মধ্যেই আউট, ওয়াইড, নো বল সব চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত। তবে লেগ বাইয়ের ব্যাপারে রিভিউ নেওয়া যাবে না। 

ডব্লিউপিএলের প্রথম ম্যাচেই নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ানস–গুজরাট জায়ান্টস ম্যাচে মুম্বাইয়ের স্পিনার সাইকা ইসহাকের একটি ডেলিভারিতে ওয়াইড দিয়েছিলেন আম্পায়ার। তৎক্ষণাৎ রিভিউ নিয়েছিল মুম্বাই। রিভিউতে দেখা গিয়েছিল, গুজরাট ব্যাটার মনিকা প্যাটেলের গ্লাভসে লেগেছিল বল। রিভিউ নেওয়ার পরেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। ২০২৩ আইপিএলেও এই রিভিউ সিস্টেম চালু হতে পারে।

ওয়াইড এবং নো বলের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত মুহূর্ত বেশি দেখা যায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এমন ঘটনা দেখা গেছে অনেকবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত