Ajker Patrika

এশিয়া কাপের দল ঘোষণায় তিন দিন সময় নিয়েছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপের দল ঘোষণায় তিন দিন সময় নিয়েছে বিসিবি

চোট সমস্যায় পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে চোটে পড়েছেন দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের দল দিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তিন দিন সময় বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

৮ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন। তবে বাংলাদেশ দলের চোট সমস্যা বিবেচনায় আরও তিন দিন সময় বাড়িয়ে নিয়েছে বিসিবি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে এ কথা জানান। 

দল দিতে দেরি হওয়া নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের দলের সাত-আটজনের চোট সমস্যা দেখা দিয়েছে। তাই দল ঘোষণা করতে আমরা আরও তিন দিন সময় বাড়িয়ে নিয়েছি। ১১ আগস্টের মধ্যে দল ঘোষণা করা হবে।’ 

লম্বা সময় ধরে চোট নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। উইন্ডিজ সফরের শুরুতে চোট পাওয়া ইয়াসির আলীও আছেন সে তালিকায়। এবার জিম্বাবুয়ে সফরে যুক্ত হলেন নুরুল হাসান সোহান ও লিটন দাস। টি-টোয়েন্টি সংস্করণের নিয়মিত পারফরমারদের চোটে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিসিবির।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত