ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টসের সময় দেখা গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পরনে কালো আর্মব্যান্ড। অধিনায়কের মতো সতীর্থদের হাতেও দেখা গেছে এই আর্মব্যান্ড। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মকর শিভালকরের স্মরণেই মূলত দুবাইয়ে সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরেছেন রোহিত, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। মুম্বাইয়ে গতকাল ৮৪ বছর বয়সে মারা গেছেন শিভালকর।
প্রথম শ্রেণির ক্রিকেটে শিভালকরের ১২৪ ম্যাচে নিয়েছেন ৫৮৯ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪২ বার। ১০ বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড আজ শোক প্রকাশ করে বিসিসিআই বলেছে, ‘শ্রী পদ্মকর শিভালকরের অপ্রত্যাশিত মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ২০২৫ সালের ৩ মার্চ মারা গেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি স্পিনার তাঁর অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসার কারণেই বিখ্যাত।’
রঞ্জি ট্রফিতে শিভালকরের মনে রাখার মতো পারফরম্যান্স ছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার ফাইনালে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ১৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। শিভালকরের ঘূর্ণিজাদুতেই শিরোপা জিতেছিল মুম্বাই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই ম্যাচ খেলা হয়নি কিংবদন্তি এই স্পিনারের।
ভারতের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করেছে অজিরা। স্মিথ ৭২ বলে ৫৯ রান করে অপরাজিত। কেবল ব্যাটিংয়ে নেমেছেন অ্যালেক্স ক্যারি।
দুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টসের সময় দেখা গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পরনে কালো আর্মব্যান্ড। অধিনায়কের মতো সতীর্থদের হাতেও দেখা গেছে এই আর্মব্যান্ড। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মকর শিভালকরের স্মরণেই মূলত দুবাইয়ে সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরেছেন রোহিত, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। মুম্বাইয়ে গতকাল ৮৪ বছর বয়সে মারা গেছেন শিভালকর।
প্রথম শ্রেণির ক্রিকেটে শিভালকরের ১২৪ ম্যাচে নিয়েছেন ৫৮৯ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪২ বার। ১০ বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড আজ শোক প্রকাশ করে বিসিসিআই বলেছে, ‘শ্রী পদ্মকর শিভালকরের অপ্রত্যাশিত মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ২০২৫ সালের ৩ মার্চ মারা গেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি স্পিনার তাঁর অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসার কারণেই বিখ্যাত।’
রঞ্জি ট্রফিতে শিভালকরের মনে রাখার মতো পারফরম্যান্স ছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার ফাইনালে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ১৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। শিভালকরের ঘূর্ণিজাদুতেই শিরোপা জিতেছিল মুম্বাই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই ম্যাচ খেলা হয়নি কিংবদন্তি এই স্পিনারের।
ভারতের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করেছে অজিরা। স্মিথ ৭২ বলে ৫৯ রান করে অপরাজিত। কেবল ব্যাটিংয়ে নেমেছেন অ্যালেক্স ক্যারি।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
৭ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
৮ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৮ ঘণ্টা আগে