নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক পরিবর্তন করল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি আসরে তৃতীয় দল হিসেবে নেতৃত্বে পরিবর্তন এনেছে কুমিল্লা। খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে দেখা যায় দলটির দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসিকে। এত দিন নেতৃত্ব দেওয়া ইমরুল কায়েসের জায়গা হয়নি একাদশে।
লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডু প্লেসি। এরই মধ্যে অবশ্য কুমিল্লার কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। তাদের জন্য এই ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতার। অন্যদিকে খুলনার জন্য বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিতলেই প্লে অফে নিশ্চিত হবে মুশফিকুর রহিমের দলের।
ইমরুলের অধীনে কুমিল্লা ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৬টিতে । ১৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে দলটি। দল ভালো করলেও এক ম্যাচ ছাড়া ইমরুলের ব্যাট ঠিকঠাক কথা বলেনি। সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বাকি ম্যাচে ত্রিশের ঘর পার করতে পারেননি কোনো ম্যাচে। ৮ ম্যাচে করেন ১৪৭ রান।
যদিও অধিনায়ক পরিবর্তন নিয়ে কুমিল্লার টিম ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এর আগে চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তন হয় দুইবার। প্রথম মেহেদি হাসান মিরাজের পরিবর্তে নেতৃত্ব পান নাঈম ইসলাম। নাঈমও বাদ যান, চট্টগ্রামের দায়িত্বে এখন আফিফ হোসেন। এদিকে সিলেটে মোসাদ্দেক হোসেনের পরিবর্তে অধিনায়কত্ব করে বল বিকৃতির দায়ে জরিমানা গুনতে হয়েছে রবি বোপারাকে। তারা অবশ্য টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। তৃতীয় দল হিসেবে কুমিল্লা টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক পরিবর্তন করল।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক পরিবর্তন করল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি আসরে তৃতীয় দল হিসেবে নেতৃত্বে পরিবর্তন এনেছে কুমিল্লা। খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে দেখা যায় দলটির দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসিকে। এত দিন নেতৃত্ব দেওয়া ইমরুল কায়েসের জায়গা হয়নি একাদশে।
লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডু প্লেসি। এরই মধ্যে অবশ্য কুমিল্লার কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। তাদের জন্য এই ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতার। অন্যদিকে খুলনার জন্য বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিতলেই প্লে অফে নিশ্চিত হবে মুশফিকুর রহিমের দলের।
ইমরুলের অধীনে কুমিল্লা ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৬টিতে । ১৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে দলটি। দল ভালো করলেও এক ম্যাচ ছাড়া ইমরুলের ব্যাট ঠিকঠাক কথা বলেনি। সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বাকি ম্যাচে ত্রিশের ঘর পার করতে পারেননি কোনো ম্যাচে। ৮ ম্যাচে করেন ১৪৭ রান।
যদিও অধিনায়ক পরিবর্তন নিয়ে কুমিল্লার টিম ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এর আগে চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তন হয় দুইবার। প্রথম মেহেদি হাসান মিরাজের পরিবর্তে নেতৃত্ব পান নাঈম ইসলাম। নাঈমও বাদ যান, চট্টগ্রামের দায়িত্বে এখন আফিফ হোসেন। এদিকে সিলেটে মোসাদ্দেক হোসেনের পরিবর্তে অধিনায়কত্ব করে বল বিকৃতির দায়ে জরিমানা গুনতে হয়েছে রবি বোপারাকে। তারা অবশ্য টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। তৃতীয় দল হিসেবে কুমিল্লা টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক পরিবর্তন করল।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে