ওয়ানিন্দু হাসারাঙ্গা যেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম ‘হট টপিক’। লঙ্কান এই লেগস্পিনার সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় আসছেন আলোচনায়। যার মধ্যে টেস্টে তাঁর রহস্যময় নিষেধাজ্ঞার ঘটনা এখন বেশি জ্বলন্ত। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) উত্তর দিচ্ছে কৌশলে।
হাসারাঙ্গার নিষেধাজ্ঞার প্রসঙ্গে চলে আসছে বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণার ব্যাপারটিও। চট্টগ্রামে চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ শেষে তড়িঘড়ি করে টেস্ট দল ঘোষণা করা হয়। তখনই ফেরানো হয় সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে। ফিরতে না ফিরতেই পেলেন দুই টেস্টের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা হাসারাঙ্গা পেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়া লঙ্কানদের খেলতে হতো ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টের প্রথম পর্ব। হাসারাঙ্গাকে কৌশলে টেস্ট সিরিজে ফেরানো হয়েছে কি না, এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন গত রাতে এসএলসি তা অস্বীকার করেছে। সিলেটে আগামীকাল যখন শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট, তার আগেও আজ এসেছে হাসারাঙ্গার প্রসঙ্গ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেন, ‘আমি মনে করি, তথ্যটা ভুল। হাসারাঙ্গা নিজেই সিদ্ধান্ত নিয়েছে ও এক চিঠি লিখে জানিয়েছে যে সে তার চিন্তা বদলেছে এবং ক্রিকেট খেলতে চাচ্ছে। ক্রিকেট বোর্ডের কাছে এরই মধ্যে চিঠি গেছে ও নির্বাচকেরা সিদ্ধান্ত নিয়েছেন ও টেস্ট সিরিজের জন্য তাকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা।
আরও পড়ুন:
ওয়ানিন্দু হাসারাঙ্গা যেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম ‘হট টপিক’। লঙ্কান এই লেগস্পিনার সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় আসছেন আলোচনায়। যার মধ্যে টেস্টে তাঁর রহস্যময় নিষেধাজ্ঞার ঘটনা এখন বেশি জ্বলন্ত। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) উত্তর দিচ্ছে কৌশলে।
হাসারাঙ্গার নিষেধাজ্ঞার প্রসঙ্গে চলে আসছে বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণার ব্যাপারটিও। চট্টগ্রামে চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ শেষে তড়িঘড়ি করে টেস্ট দল ঘোষণা করা হয়। তখনই ফেরানো হয় সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে। ফিরতে না ফিরতেই পেলেন দুই টেস্টের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা হাসারাঙ্গা পেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়া লঙ্কানদের খেলতে হতো ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টের প্রথম পর্ব। হাসারাঙ্গাকে কৌশলে টেস্ট সিরিজে ফেরানো হয়েছে কি না, এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন গত রাতে এসএলসি তা অস্বীকার করেছে। সিলেটে আগামীকাল যখন শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট, তার আগেও আজ এসেছে হাসারাঙ্গার প্রসঙ্গ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মিডিয়া ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেন, ‘আমি মনে করি, তথ্যটা ভুল। হাসারাঙ্গা নিজেই সিদ্ধান্ত নিয়েছে ও এক চিঠি লিখে জানিয়েছে যে সে তার চিন্তা বদলেছে এবং ক্রিকেট খেলতে চাচ্ছে। ক্রিকেট বোর্ডের কাছে এরই মধ্যে চিঠি গেছে ও নির্বাচকেরা সিদ্ধান্ত নিয়েছেন ও টেস্ট সিরিজের জন্য তাকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা।
আরও পড়ুন:
২০২৪-২৫ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে মেজর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরুটা করলেন গোল দিয়ে। তাতে ইতিহাসের পাতায় নাম উঠে গেল ফরাসি এই ফরোয়ার্ডের।
১ ঘণ্টা আগেভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে