Ajker Patrika

আয়ারল্যান্ডকে পথ দেখাচ্ছেন ট্যাক্টর-বালবির্নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়ারল্যান্ডকে পথ দেখাচ্ছেন ট্যাক্টর-বালবির্নি

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ১৬ রানের মধ্যে স্বাগতিকেরা ২ উইকেট হারিয়ে ফেলে। তবে এরপরের গল্পটা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি ট্যাক্টর। দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে এর মধ্যে এসেছে ৭৬ রান।

ফিফটি তুলে নিয়েছেন ট্যাক্টর। ৫৪ বলে ৪ ছক্কা ও ২ চারে তাঁর রান ৫৩। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন বালবির্নি। কিছুটা ধীরলয়ে এগোনো আইরিশ অধিনায়ক অপরাজিত আছেন ৪৪ বলে ২৬ রানে। এর আগে তরুণ পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড।

আইরিশদের ইনিংসের প্রথম ওভারেই হাসান উইকেটের দেখা পান। ফেরান অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে। হাসানের ভেতরে ঢোকা লেংথ বল স্টার্লিংয়ের ব্যাটের ভেতরের দিকে লেগে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে জায়গা করে নেয়। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন মুশফিক। তবে বাংলাদেশের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া মেলেনি আম্পায়ারের। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি স্টার্লিং। আরেক ওপেনার স্টিফেন ডোহানিও হাসানের শিকার। তাঁর অফ স্টাম্পের বাইরের কিছুটা শর্ট লেংথের ডেলিভারি ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছিলেন ডোহানি। কিন্তু ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় পয়েন্টে। দারুণ এক ক্যাচ বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান মেহেদী হাসান মিরাজ। শুরুর বিপর্যয় অবশ্য ভালোভাবেই কাটিয়ে উঠেছে আয়ারল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত