১৯ নভেম্বর, ২০২৩— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে হয় ম্যাক্সওয়েলকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দিল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের পাশাপাশি বেশ কজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শও আছেন বিশ্রামে। কামিন্স না থাকায় দলটির নেতৃত্বের দায়িত্ব স্টিভ স্মিথের কাঁধে। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন ট্রাভিস হেড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই অস্ট্রেলিয়ান। তারা হলেন: জেক ফ্রেজার ম্যাকগার্ক ও জ্যাভিয়ের বার্টলেট। যেখানে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাকগার্ক। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মার্শ কাপে তাসমানিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েন ম্যাকগার্ক। তিনি খেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ম্যাকগার্ক পেছনে ফেলেন এবি ডি ভিলিয়ার্সকে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স।
অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা বার্টলেট মূলত পেসার। বার্টলেটের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বীকৃত পেসার হিসেবে আছেন নাথান এলিস, ল্যান্স মরিস। তাঁদের সঙ্গে আছেন ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, শন অ্যাবটের মতো তিন পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ে স্মিথ, হেড, ম্যাকগার্কের সঙ্গে আছেন অন্যতম সেরা ব্যাটার মারনাস লাবুশেন। দলটির উইকেটরক্ষক হিসেবে থাকছেন জশ ইংলিশ। আছেন অন্যতম সেরা লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
২৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে সিডনি ও ক্যানবেরায় হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড (সহ অধিনায়ক), ম্যাট শর্ট, মারনাস লাবুশেন, জ্যাভিয়ের বার্টলেট, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ল্যান্স মরিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, নাথান এলিস, শন অ্যাবট
১৯ নভেম্বর, ২০২৩— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে হয় ম্যাক্সওয়েলকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দিল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের পাশাপাশি বেশ কজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শও আছেন বিশ্রামে। কামিন্স না থাকায় দলটির নেতৃত্বের দায়িত্ব স্টিভ স্মিথের কাঁধে। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন ট্রাভিস হেড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই অস্ট্রেলিয়ান। তারা হলেন: জেক ফ্রেজার ম্যাকগার্ক ও জ্যাভিয়ের বার্টলেট। যেখানে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাকগার্ক। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মার্শ কাপে তাসমানিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েন ম্যাকগার্ক। তিনি খেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ম্যাকগার্ক পেছনে ফেলেন এবি ডি ভিলিয়ার্সকে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স।
অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা বার্টলেট মূলত পেসার। বার্টলেটের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বীকৃত পেসার হিসেবে আছেন নাথান এলিস, ল্যান্স মরিস। তাঁদের সঙ্গে আছেন ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, শন অ্যাবটের মতো তিন পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ে স্মিথ, হেড, ম্যাকগার্কের সঙ্গে আছেন অন্যতম সেরা ব্যাটার মারনাস লাবুশেন। দলটির উইকেটরক্ষক হিসেবে থাকছেন জশ ইংলিশ। আছেন অন্যতম সেরা লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
২৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এরপর ২ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ও ৬ ফেব্রুয়ারি হবে সিডনি ও ক্যানবেরায় হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড (সহ অধিনায়ক), ম্যাট শর্ট, মারনাস লাবুশেন, জ্যাভিয়ের বার্টলেট, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ল্যান্স মরিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, নাথান এলিস, শন অ্যাবট
নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
২ ঘণ্টা আগেশিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩ ঘণ্টা আগেনেপালকে গতকাল ৩২ রানে হারিয়ে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ রয়েছে আজও।
৩ ঘণ্টা আগে