Ajker Patrika

ভারতের বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সাকিবের বোনের নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯: ২৮
ভারতের বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সাকিবের বোনের নাম

সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। এবার এক বেটিং অ্যাপকাণ্ডে বাংলাদেশের তারকা ক্রিকেটারের বোনের নাম জড়িত থাকার কথা জানা গেছে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। 

মহাদেব অনলাইন অ্যাপ নামে ভারতের বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে সাকিবের বোনের নাম এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত পরশু এমন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা গেছে, মহাদেব অ্যাপ কেলেঙ্কারির তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি এক বিবৃতিতে জানায়, গিরিশ তালরেজা ও সুরজ চোখানি নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুরজ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিনিয়োগ করে থাকেন। যার মধ্যে বাংলাদেশের বেটিং অ্যাপ ইলেভেনে তিনি বিনিয়োগ করেছেন। সুরজই মূলত সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম প্রকাশ্যে এনেছেন। সুরজের দাবি, এখানে অংশীদারত্ব ছিল সাকিবের বোনের। 

সাকিব আল হাসানের বোনের নাম এক বেটিং কেলেঙ্কারির তদন্তে প্রকাশ পেয়েছে বলে জানা গেছেইডির তদন্তে সুরজের বেটিং কাজের সঙ্গে জড়িত থাকার আরও ঘটনার কথা জানা যায়। নেপালে ডেলটিন ক্যাসিনো কাঠমান্ডু নামে এক ক্যাসিনোতে ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। এই ক্যাসিনোরও বিশাল এক অংশীদারত্ব তাঁর। এই বিনিয়োগ তিনি করেছেন লোটাস থ্রি সিক্সটি ফাইভ ও মহাদেব বুক অ্যাপ—এই দুই বেটিং অ্যাপের মাধ্যমে উপার্জন করা অর্থে। তদন্তে আরও জানা গেছে, লোটাস থ্রি সিক্সটি ফাইভ পরিচালনায়ও অংশীদারত্ব রয়েছে তালরেজার। মহাদেব অনলাইন বুক ও লোটাস থ্রি সিক্সটি ফাইভ আবার একে অপরের সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত