বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পরই হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপে খেলা শঙ্কার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তাই হলো। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতীয় এই অলরাউন্ডারের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর খেলা হয়নি পান্ডিয়ার। এরপরই লক্ষ্ণৌতে ২৯ অক্টোবর মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়ার গোড়ালির যে লিগামেন্ট ছিড়ে গেছে, তা ইংল্যান্ড ম্যাচের আগে বুঝতে পারা গেছে। এরপর থেকেই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।
পান্ডিয়া ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৭ ওয়ানডেতে ৫.৬০ ইকোনমিতে কৃষ্ণা নিয়েছেন ২৯ উইকেট। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
পুনেতে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয়-টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় পান্ডিয়ার। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা-এই তিন দলের বিপক্ষে পান্ডিয়াকে ছাড়া খেলেছে ভারত। তিন ম্যাচে পান্ডিয়ার পরিবর্তে একাদশে আসা শামি নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সাত ম্যাচের সাতটিতে জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে