Ajker Patrika

বিশ্বকাপে ব্র্যাডবার্নের অধীনে খেলবে পাকিস্তান

আপডেট : ১৩ মে ২০২৩, ১৬: ৫০
বিশ্বকাপে ব্র্যাডবার্নের অধীনে খেলবে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তবে পাকিস্তানের হয়ে এবার আর ভারপ্রাপ্ত নন স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।

ব্র্যাডবার্নের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচ নিয়োগের বিষয়ে খুশি হয়ে পিসিবির সভাপতি নাজাম শেঠি বলেছেন,‘আমাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে পেয়ে আনন্দিত। ব্র্যাডবার্ন কোচিং অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর আগে আমাদের পুরুষ ও  জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করায় সে আমাদের সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো জানে। ফলে দলকে এগিয়ে নিতে সে যোগ্য ব্যক্তি।’

আর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়া নিয়ে ব্র্যাডবার্ন বলেছেন,‘এটি আমার জন্য অনেক সম্মানের। পাকিস্তানের মতো একটি মেধাবী ও দক্ষতা সম্পন্ন দলের প্রধান কোচ হতে পেরে। মিকি আর্থার সঙ্গে দলকে সমর্থন এবং খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করতে উন্মুখ রয়েছি।’

পাকিস্তানের হয়ে এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন তিনি। তারও আগে অবশ্য ২০১৪-১৮ পর্যন্ত স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন কিউই। ফলে দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি। এবার তাঁর পালা পাকিস্তানকে আস্থার প্রতিদান দেওয়ার। এবারের ওয়ানডে বিশ্বকাপে সেই সুযোগটা পাচ্ছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত