ভারতের দুই ক্রিকেটার দিনেশ কার্তিক ও মুরালি বিজয় বর্তমানে ক্রিকেট খেলছেন দুই দেশে। উইন্ডিজের বিপক্ষে ভালো খেলে প্রশংসায় ভাসছেন কার্তিক, অন্যদিকে তাঁর সাবেক সতীর্থ বিজয় আবারও বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে দর্শককে ঘুষি মেরে সংবাদের শিরোনাম হয়েছেন। তাঁর ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন বেশ ভাইরাল।
বিজয়ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভালোই খেলছেন। ৮, ৩৪, ৬১ ও ১২১—তাঁর শেষ চার ইনিংসের ব্যাটিং পরিসংখ্যান সে কথাই বলছে। বিতর্কিত ঘটনার দিনে তিনি রুবি ট্রিচি ওয়ারিয়রের হয়ে ১২১ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছেন। তবু দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি ভারতীয় এই ব্যাটার। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দর্শকেরা তাঁকে কটূক্তি করেন। এ সময় দর্শকেরা ‘ডিকে, ডিকে’ বলে চিৎকার করতে থাকেন। তিনি হাতজোড় করে তাঁদের থামতেও বলেন।
তবে দর্শকেরা বিজয়ের কথা শোনেননি। শুরুতে হালকাভাবে নিলেও পরে মেজাজ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে ইলেকট্রনিকস বিলবোর্ড অতিক্রম করে গ্যালারিতে বসা দর্শকদের দিকে তেড়ে যান। এরপর তাঁদের সঙ্গে বাদানুবাদের সময় এক দর্শককে ঘুষিও মেরে বসেন। নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে শান্ত করেন। তবে ঘটনাটি খুব বেশি দূর না গড়ালেও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটারের আচরণ নিয়ে অনেকে নিন্দাও করছেন।
জাতীয় দলে খেলার সময় কার্তিক ও বিজয় ভালো বন্ধু ছিলেন। তবে তাঁদের এই বন্ধুত্ব খুব বেশি দিন থাকেনি। কার্তিকের প্রথম স্ত্রী নিকিতার সঙ্গে বিজয় পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। পরে অবশ্য বিজয় নিকিতাকে বিয়েও করেন। সে সময় এমন বিতর্কিত কাণ্ডের জন্য অনেকেই তাঁকে ভর্ৎসনা করেন। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের এ ঘটনা বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে।
ভারতের দুই ক্রিকেটার দিনেশ কার্তিক ও মুরালি বিজয় বর্তমানে ক্রিকেট খেলছেন দুই দেশে। উইন্ডিজের বিপক্ষে ভালো খেলে প্রশংসায় ভাসছেন কার্তিক, অন্যদিকে তাঁর সাবেক সতীর্থ বিজয় আবারও বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে দর্শককে ঘুষি মেরে সংবাদের শিরোনাম হয়েছেন। তাঁর ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন বেশ ভাইরাল।
বিজয়ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভালোই খেলছেন। ৮, ৩৪, ৬১ ও ১২১—তাঁর শেষ চার ইনিংসের ব্যাটিং পরিসংখ্যান সে কথাই বলছে। বিতর্কিত ঘটনার দিনে তিনি রুবি ট্রিচি ওয়ারিয়রের হয়ে ১২১ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছেন। তবু দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি ভারতীয় এই ব্যাটার। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দর্শকেরা তাঁকে কটূক্তি করেন। এ সময় দর্শকেরা ‘ডিকে, ডিকে’ বলে চিৎকার করতে থাকেন। তিনি হাতজোড় করে তাঁদের থামতেও বলেন।
তবে দর্শকেরা বিজয়ের কথা শোনেননি। শুরুতে হালকাভাবে নিলেও পরে মেজাজ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে ইলেকট্রনিকস বিলবোর্ড অতিক্রম করে গ্যালারিতে বসা দর্শকদের দিকে তেড়ে যান। এরপর তাঁদের সঙ্গে বাদানুবাদের সময় এক দর্শককে ঘুষিও মেরে বসেন। নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে শান্ত করেন। তবে ঘটনাটি খুব বেশি দূর না গড়ালেও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটারের আচরণ নিয়ে অনেকে নিন্দাও করছেন।
জাতীয় দলে খেলার সময় কার্তিক ও বিজয় ভালো বন্ধু ছিলেন। তবে তাঁদের এই বন্ধুত্ব খুব বেশি দিন থাকেনি। কার্তিকের প্রথম স্ত্রী নিকিতার সঙ্গে বিজয় পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। পরে অবশ্য বিজয় নিকিতাকে বিয়েও করেন। সে সময় এমন বিতর্কিত কাণ্ডের জন্য অনেকেই তাঁকে ভর্ৎসনা করেন। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের এ ঘটনা বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে