Ajker Patrika

দর্শককে ঘুষি মেরে আবারও বিতর্কে বিজয়

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬: ২৩
দর্শককে ঘুষি মেরে আবারও বিতর্কে বিজয়

ভারতের দুই ক্রিকেটার দিনেশ কার্তিক ও মুরালি বিজয় বর্তমানে ক্রিকেট খেলছেন দুই দেশে। উইন্ডিজের বিপক্ষে ভালো খেলে প্রশংসায় ভাসছেন কার্তিক, অন্যদিকে তাঁর সাবেক সতীর্থ বিজয় আবারও বিতর্কিত কাণ্ডে জড়িয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে দর্শককে ঘুষি মেরে সংবাদের শিরোনাম হয়েছেন। তাঁর ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন বেশ ভাইরাল। 

বিজয়ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভালোই খেলছেন। ৮, ৩৪, ৬১ ও ১২১—তাঁর শেষ চার ইনিংসের ব্যাটিং পরিসংখ্যান সে কথাই বলছে। বিতর্কিত ঘটনার দিনে তিনি রুবি ট্রিচি ওয়ারিয়রের হয়ে ১২১ রানের বিধ্বংসী ইনিংসও খেলেছেন। তবু দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি ভারতীয় এই ব্যাটার। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দর্শকেরা তাঁকে কটূক্তি করেন। এ সময় দর্শকেরা ‘ডিকে, ডিকে’ বলে চিৎকার করতে থাকেন। তিনি হাতজোড় করে তাঁদের থামতেও বলেন। 

তবে দর্শকেরা বিজয়ের কথা শোনেননি। শুরুতে হালকাভাবে নিলেও পরে মেজাজ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে ইলেকট্রনিকস বিলবোর্ড অতিক্রম করে গ্যালারিতে বসা দর্শকদের দিকে তেড়ে যান। এরপর তাঁদের সঙ্গে বাদানুবাদের সময় এক দর্শককে ঘুষিও মেরে বসেন। নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে শান্ত করেন। তবে ঘটনাটি খুব বেশি দূর না গড়ালেও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটারের আচরণ নিয়ে অনেকে নিন্দাও করছেন। 

জাতীয় দলে খেলার সময় কার্তিক ও বিজয় ভালো বন্ধু ছিলেন। তবে তাঁদের এই বন্ধুত্ব খুব বেশি দিন থাকেনি। কার্তিকের প্রথম স্ত্রী নিকিতার সঙ্গে বিজয় পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। পরে অবশ্য বিজয় নিকিতাকে বিয়েও করেন। সে সময় এমন বিতর্কিত কাণ্ডের জন্য অনেকেই তাঁকে ভর্ৎসনা করেন। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের এ ঘটনা বিষয়টিকে আবার সামনে নিয়ে এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত