দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমরা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল থেকে। তবে পরশু বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট।
পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুতেই পিচ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে—সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। তবে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলে নেই কোনো স্পিনার। বাংলাদেশ দল আগে থেকে স্পিননির্ভর হলেও কন্ডিশন বিবেচনায় হাথুরুরও পিন্ডিতে পেসারদের নিয়ে একাদশ সাজানোর চিন্তা। পাকিস্তান সফরে যাওয়ার আগে উইকেট কেমন হবে মনে করেছিলেন বাংলাদেশ কোচ? এই প্রশ্নে হাথুরুর উত্তর, ‘আমরা আশা করেছি, পাকিস্তানের উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন হবে। আমাদের ভালো ফার্স্ট বোলার আছে। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আগে থেকে বাংলাদেশ ‘এ’ দলকে এখানে খেলতে দেওয়ায়। এখান (সংবাদ সম্মেলন) থেকে ১৫ মিনিট দূরে তারা খেলছে।’
সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশত মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু আবেগ প্রবণ হয়ে বলেন, ‘যে পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইল। খুব কঠিন দিন গেছে। আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ছাত্ররা তাদের প্রাপ্য অধিকার পাবে। এই ঘটনা আমাকে ছুঁয়ে গেছে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুর বাজছে। আজ পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচের পরিবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে হাথুরুর কথা, ‘বাংলাদেশ কোচ হিসেবে নিজের ভবিষ্যতের কথা যদি বলি, আমি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই পর্যন্ত আমি বাংলাদেশে কাজ করে যেতে চাই। তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমরা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল থেকে। তবে পরশু বুধবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট।
পিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুরুতেই পিচ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পিন্ডির পিচ পেসারদের জন্য বেশি অনুকূল হবে মনে হচ্ছে, হয়তো ব্যাটারদের জন্যও। দলে খুব বেশি স্পিনারও নেই, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররাও উন্নতি করেছে। আমাদের দুজন অলরাউন্ডার রয়েছে, যারা স্পিনও করতে পারে—সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ। আমরা মুহূর্তের ওপর ভিত্তি করে সব ঠিক করব।’
করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। তবে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলে নেই কোনো স্পিনার। বাংলাদেশ দল আগে থেকে স্পিননির্ভর হলেও কন্ডিশন বিবেচনায় হাথুরুরও পিন্ডিতে পেসারদের নিয়ে একাদশ সাজানোর চিন্তা। পাকিস্তান সফরে যাওয়ার আগে উইকেট কেমন হবে মনে করেছিলেন বাংলাদেশ কোচ? এই প্রশ্নে হাথুরুর উত্তর, ‘আমরা আশা করেছি, পাকিস্তানের উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন হবে। আমাদের ভালো ফার্স্ট বোলার আছে। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, আগে থেকে বাংলাদেশ ‘এ’ দলকে এখানে খেলতে দেওয়ায়। এখান (সংবাদ সম্মেলন) থেকে ১৫ মিনিট দূরে তারা খেলছে।’
সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশত মানুষ। এ নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরু আবেগ প্রবণ হয়ে বলেন, ‘যে পরিবারগুলো তাদের আপনজন হারিয়েছে তাদের জন্য আমার প্রার্থনা রইল। খুব কঠিন দিন গেছে। আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ছাত্ররা তাদের প্রাপ্য অধিকার পাবে। এই ঘটনা আমাকে ছুঁয়ে গেছে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের সুর বাজছে। আজ পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। প্রধান কোচের পরিবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে হাথুরুর কথা, ‘বাংলাদেশ কোচ হিসেবে নিজের ভবিষ্যতের কথা যদি বলি, আমি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেই পর্যন্ত আমি বাংলাদেশে কাজ করে যেতে চাই। তবে বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে